Nainital Tourist Spot: ট্রেকিং করতে ভালবাসেন! আপনার জন্য আদর্শ ঠিকানা ক্যামেলস ব্যাক, জানুন বিস্তারিত

Last Updated:

ক্যামেলস ব্যাক পৌঁছতে প্রায় তিন কিলোমিটার খাড়া পাহাড়ে আরোহণ করতে হবে। এই পথটি পা হেটে চলার মতো, তাই আপনি যদি ট্রেকিং ভালবাসেন তবে ঘোরার পাশাপাশি ট্রেকিংও করতে পারবেন

ক্যামেলস ব্যাক
ক্যামেলস ব্যাক
নৈনিতাল: ঘুরতে যেতে কে না ভালবাসে। আর এই ঘুরতে যাওয়ার তালিকায় পাহাড় সমুদ্র জঙ্গলের মধ্যে বহু মানুষেরই প্রিয় পাহাড়। আপনাদের জন্য সে রকমই একটি পর্যটন কেন্দ্রের হদিশ রইল এই প্রতিবেদনে। উত্তরাখণ্ডের নৈনিতালে তো অনেকেই ঘুরতে গিয়েছেন। কিন্তু নৈনিতালেরই একটি অফবিট জায়গা ক্যামেলস ব্যাকে কখনও গিয়েছেন? আপনি যদি আপনার ছুটির সময়টা আরও মজাদার এবং স্মরণীয় করে তুলতে চান, তাহলে অবশ্যই ক্যামেলস ব্যাকে ঘুরতে যেতে পারেন। এখান থেকে আপনি নৈনিতাল শহরের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি দুর্দান্ত পিকনিকের আয়োজন করতে পারেন।
প্রায় ২২৪২২ মিটার উচ্চতায় দেবপাতা পাহাড়ে অবস্থিত, ক্যামেলস ব্যাকের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করার জন্য বিপুল সংখ্যক পর্যটকদের পাশাপাশি স্থানীয় লোকজনকেও ভিড় জমান। এই চূড়াটিকে দূর থেকে দেখলে উটের পিঠের মতো দেখায়, তাই একে বলা হয় উটের পিঠ বা ক্যামেলস ব্যাক বলা হয়।
আরও পড়ুন: নিউইয়র্ক মডেল অডিটোরিয়াম এখন বিহারে! বিশেষত্ব জানলে চমকে যাবেন
ক্যামেলস ব্যাক পৌঁছতে প্রায় তিন কিলোমিটার খাড়া পাহাড়ে আরোহণ করতে হবে। এই পথটি পা হেটে চলার মতো, তাই আপনি যদি ট্রেকিং ভালবাসেন তবে ঘোরার পাশাপাশি ট্রেকিংও করতে পারবেন। পথটি নৈনিতালের পলিটেকনিক কলেজ থেকে পাঙ্গুত রোডে অবস্থিত।
advertisement
advertisement
আরও পড়ুন: "এই ছোলা মাখা খেলে গ্যাসের সমস্যা থেকে পাওয়া যায় মুক্তি!" গোয়ালিয়রের আজব কাহিনি!
শুধু ঘুরতে যাওয়ার জন্য না ফটোগ্রাফির জন্য এটি একটি আদর্শ জায়গা, কারণ নৈনিতালের সুন্দর উপত্যকাগুলির পাশাপাশি, নৈনি লেক, সুখতাল, খুরপাতাল, মানমন্দির ছাড়াও ভাবর এবং তরাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। শুধু তাই নয়, এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যও উপভোগ করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nainital Tourist Spot: ট্রেকিং করতে ভালবাসেন! আপনার জন্য আদর্শ ঠিকানা ক্যামেলস ব্যাক, জানুন বিস্তারিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement