মোদির হাতে ২৪ বছর ধরে রাখী বাঁধছেন এই মুসলিম মহিলা, জেনে নিন কে ইনি

Last Updated:

শাস্ত্রমতে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরে এই রাখী বন্ধনের উৎসব ৷ বোনের প্রতি ভালোবাসা, তাঁকে গোটা জীবন রক্ষা করার এক প্রতীক এই রাখী উৎসব ৷

#নয়াদিল্লি: শাস্ত্রমতে ভাই ও বোনের পবিত্র সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরে এই রাখী বন্ধনের উৎসব ৷ বোনের প্রতি ভালোবাসা, তাঁকে গোটা জীবন রক্ষা করার এক প্রতীক এই রাখী উৎসব ৷ সাধারণের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মেতে উঠবেন এই রাখী উৎসবে ৷ রাখীর দিনে তাঁর হাতে রাখী পরাবেন মোদির পাতানো বোন কমর জাঁহা ৷ কে এই কমর জাঁহা?
বহু বছর আগে পাকিস্তানের করাচি থেকে আহমেদবাদে এসেছিলেন কমর জাঁহা ৷ আহমেদাবাদেই মোদির বোন হয়ে ওঠেন তিনি ৷ প্রায় ২৪ বছর ধরে রাখীর দিনটাকে একবারের জন্যও মিস করেননি কমর ৷ প্রত্যেক বছরই মনে করে রাখীর দিনে মোদির হাতে নিয়মিত রাখী বেঁধে আসছেন কমর জাঁহা৷ তবে কমর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবারের রাখীটা একটু বেশিই স্পেশাল ৷ ‘তিন তালাক’ নিষিদ্ধ করে তিনি মুসলিম মহিলাদের যে উপহার দিয়েছেন, তা সত্যিই বড়মাপের কাজ ৷
advertisement
কমরের কথায়, ‘তিন তালাকই নয় ৷ এবারের রাখীটা আরও স্পেশাল ৷ কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে মোদি যা করেছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ পদক্ষেপ !’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির হাতে ২৪ বছর ধরে রাখী বাঁধছেন এই মুসলিম মহিলা, জেনে নিন কে ইনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement