Congress Plenary Meet: বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হল কংগ্রেস নেতাকে, স্লোগানে উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
- Published by:Satabdi Adhikary
Last Updated:
দিন কয়েক আগেই কয়লা কাণ্ডে ছত্তিসগঢ়ের একাধিক কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময়েও সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অভিযোগ তুলেছিলেন, কংগ্রেস প্লেনারি মিট ভেস্তে দেওয়ার জন্যই কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।
নয়াদিল্লি: কংগ্রেস প্লেনারি মিট-এ যোগ দেওয়ার পথে বাধা। কংগ্রেস নেতা পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ বিমানসংস্থার বিরুদ্ধে। খেরার সঙ্গে এদিন আরও অনেক কংগ্রেস কর্মীও ছত্তিসগঢ়ে যাচ্ছিলেন। খেরাকে বাধা দেওয়া হলে বাকিরাও বিমান থেকে নীচে নেমে আসেন। টারমাকে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। যদিও বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পরেই ওই কংগ্রেস নেতাকে গ্রেফতার করে অসম পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরেও বিমানে করে রায়পুর যাচ্ছিলেন তিনি।
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি থেকে ছত্তিসগঢ়ের রায়পুরে শুরু হচ্ছে কংগ্রেসের প্লেনারি মিট। এদিন সকাল সকালই দিল্লি বিমানবন্দর থেকে পবন খেরা সহ একাধিক নেতা ইন্ডিগোর একটি বিমানে করে ছত্তিসগঢ়ের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। সেই সময়েই খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিমান থেকে নামিয়ে দেওয়ার কারণ হিসাবে খেরাকে জানানো হয়, তাঁর ব্যাগ নিয়ে কিছু সমস্যা রয়েছে, পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখবে।
advertisement
আরও পড়ুন: পায়ে দেড় লাখের চপ্পল, পরনে ৮০ হাজারের জিন্স, জেলের ভিতরেই এলাহী ব্যবস্থা! ভাইরাল সিসিটিভি ফুটেজ
পবন খেরার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ট্যুইটের ক্যাপশনে লিখেছেন, 'ভারতবর্ষ থেকে ধীরে ধীরে বাক স্বাধীনতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু, কিছু বলার পরে স্বাধীনতা হরণ করে নেওয়ার ঘটনাও আখছাড় ঘটছে। ইডি-র হানার পরে এটি আরও একটা ঘটনা। এই ভাবে কংগ্রেস প্লেনারি মিট-কে ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এটা গণতন্ত্রের হত্যা।'
advertisement
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
পবন খেরার সঙ্গে দলে থাকা এক কংগ্রেস নেতা ট্যুইট করেন, 'আমরা সবাই @IndiGo6E flight 6E 204 রায়পুরগামী বিমানে উঠেছিলাম। সেখান থেকে হঠাৎ করেই আমাদের সতীর্থ পবন খেরাকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। এটা কী করে হয়, কার নির্দেশে এটা হয়েছে?'
advertisement
Modi govt is acting like a bunch of goons by deplaning @Pawankhera ji from the Delhi-Raipur flight and preventing him from joining the AICC Plenary. Using a flimsy FIR to restrict his movement & silence him is a shameful, unacceptable act. The entire party stands with Pawan ji. pic.twitter.com/mKVeuRGnfR
— K C Venugopal (@kcvenugopalmp) February 23, 2023
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কয়লা কাণ্ডে ছত্তিসগঢ়ের একাধিক কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময়েও সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অভিযোগ তুলেছিলেন, কংগ্রেস প্লেনারি মিট ভেস্তে দেওয়ার জন্যই কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
February 23, 2023 2:46 PM IST