Munger Man News: পেরিয়ে গেল ১৮৪ দিন! পথেই কাটছে দিন, পরিবেশ রক্ষা করতে চমকপ্রদ উদ্যোগ যুবকের!

Last Updated:

Munger Man News: এখনও পর্যন্ত ১৮৪ দিনে রবিন গিয়েছেন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম-সহ ১৩টি রাজ্যে।

সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন
সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন
প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রকৃতি। ফলে পরিবেশ রক্ষার উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন তাঁরা। আসলে নগরায়নের কারণে গাছগাছালি ধ্বংস, পুকুর-জলাশয় ভরাট, বালি উত্তোলনের মতো বিষয় প্রকৃতির সঙ্কটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার প্রকৃতি রক্ষার উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাইকেল নিয়ে কন্যাকুমারী থেকে রওনা হচ্ছেন রবিন সিং নামে এক যুবক।
সবুজ ভারত আন্দোলনের অংশ হিসেবেই এই সাইকেল সফরে বেরিয়েছেন রবিন। সেখান থেকে তিনি পৌঁছন বিহারের মুঙ্গের। সেখানে ওই যুবক জানান যে, তিনি সাইকেলে চড়ে ভারতের প্রতিটি জেলা ভ্রমণ করছেন এবং তাঁর এই যাত্রা ৭০০ দিন ধরে চলবে। আপাতত তাঁর সাইকেল-যাত্রার ১৮৪ দিন পূর্ণ হয়েছে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত ১৮৪ দিনে রবিন গিয়েছেন তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, অসম, মিজোরাম-সহ ১৩টি রাজ্যে। অসমের পরে বিহারে গিয়ে পৌঁছন তিনি। এর পর বিহার থেকে উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডে পৌঁছেছেন তিনি। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পঞ্জাব হয়ে এই যাত্রা শেষ হবে মধ্যপ্রদেশের ভোপালে। রবিন ঘুরেছেন মোট ১৬৭টি জেলা। পাড়ি দিয়েছেন প্রায় ১৩ হাজার কিলোমিটার পথ। সেই সঙ্গে এই যাত্রার উদ্দেশ্যও ব্যাখ্যা করেন তিনি। বলেন, সাইকেল কোনও রকম দূষণ সৃষ্টি করে না এবং এতে ভ্রমণ করাও সহজ। আর বাড়তি কোনও খরচও নেই।
advertisement
এখানেই শেষ নয়, সাইকেল-সফরে বেরিয়ে রোগী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন। তাদের মধ্যে পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতার বার্তাও ছড়িয়ে দিয়েছেন। রবিনের মতে, সমগ্র বিশ্বেই পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। যার জন্য শুধুমাত্র মানুষই দায়ী। আর পরিবেশ রক্ষা প্রতিটি মানুষেরই দায়িত্ব। যা পালন করতে হবে।
advertisement
করোনা হোক কিংবা সুনামি - সব সময়ই প্রকৃতি ইঙ্গিত করেছে। তাই মানুষকে সচেতন থাকতে হবে এবং প্রকৃতিকে আরও ভাল করার জন্য সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Munger Man News: পেরিয়ে গেল ১৮৪ দিন! পথেই কাটছে দিন, পরিবেশ রক্ষা করতে চমকপ্রদ উদ্যোগ যুবকের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement