৭৩ বছরের বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি, ১ কোটি টাকা হাতিয়ে ফেরার মহিলা!

Last Updated:

ওই মহিলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল যে মোবাইল নম্বর, সেটি বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন ডি'সুজা।

#মুম্বই: আন্তর্জাতিক নারী দিবসে উলোটপুরাণ। প্রবীণকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১.৩ কোটি টাকা হাতানো এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে এক মহিলার বিরুদ্ধে। মুম্বই সংলগ্ন শহরতলি মালাদের মালওয়ানির ঘটনা।
প্রতারিত জেরন ডি'সুজা (Jeron D'Souza) ওই এলাকারই বাসিন্দা। যিনি এক বেসরকারি ব্যাঙ্কের প্রাক্তন কর্মী। সম্প্রতি আন্ধেরি পুলিশ থানায় শালিনী সিং (Shalini Singh) নামে এক মহিলার বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন। জমা দেওয়া অভিযোগ পত্রে ডি'সুজা জানিয়েছেন যে ওই মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর জমানো পুঁজি হাতিয়ে নিয়েছেন।
২০২০ সালের ডিসেম্বরে শালিনী সিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন জেরন ডি'সুজা। গত বৃহস্পতিবার অর্থাৎ ৪ মার্চ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। প্রতারিত প্রবীণের বয়ান অনুযায়ী, শালিনী সিংয়ের সঙ্গে তাঁর যোগাযোগ বেশ কয়েক বছরের। গত বছর শালিনী জেরনকে প্রেমের প্রস্তাব দেন বলে জানা গিয়েছে। এর পর বিয়ে এবং ব্যবসা শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা, ডি'সুজার কাছ থেকে ১.৩ কোটি টাকা নেন বলে অভিযোগ। শালিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি এই টাকা ট্রান্সফার করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই প্রবীণ। সঙ্গে অভিযোগ করেছেন যে টাকা পাওয়ার পর থেকে শালিনী আর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। ওই মহিলার সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল যে মোবাইল নম্বর, সেটি বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন ডি'সুজা।
advertisement
advertisement
পুলিশি তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ের সান্টাক্রুজের অন্তর্দেশীয় বিমানবন্দরের কাছে পৈতৃক জমি বিক্রি করে ২ কোটি টাকা পেয়েছিলেন জেরন ডি'সুজা। সেই টাকা তিনি যে বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন, সেখানকার চারটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে গচ্ছিত রেখেছিলেন ওই প্রবীণ। তদন্তে জানা গিয়েছে যে ২০১৯ সালে ওই ফিক্সড ডিপোজিটগুলি থেকে মোটা অঙ্কের সুদ পান ডি'সুজা। ঠিক তার পরেই শালিনী সিং তাঁর জীবনে আসেন বলে পুলিশকে জানিয়েছেন ওই প্রবীণ। তাঁরা নিয়মিত শহরের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় দেখা করতে থাকেন। এভাবেই একদিন শালিনী তাঁকে প্রেমের প্রস্তাব দেন বলে পুলিশকে জানিয়েছেন ডি'সুজা। তাঁর অভিযোগ, শেষ বয়সে তাঁর অবলম্বন হওয়ার আশ্বাস দিয়েছিলেন ওই মহিলা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
advertisement
অন্য দিকে, দিল্লির নেহরু বিহারে প্রবীণ মহিলাকে আর্থিক প্রতারণার অভিযোগে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, প্রতিবেশী হওয়ার খাতিরে ওই তরুণীর কাছ থেকে মোবাইল ম্যানজমেন্ট ও অনলাইনে টাকা লেনদেন নিয়ে সহায়তা চেয়েছিলেন ওই প্রবীণা। সেই সুযোগে ওই কলেজ ছাত্রী তাঁর প্রতিবেশীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৩৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
advertisement
সম্বিত ঘোষ
বাংলা খবর/ খবর/দেশ/
৭৩ বছরের বৃদ্ধকে বিয়ের প্রতিশ্রুতি, ১ কোটি টাকা হাতিয়ে ফেরার মহিলা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement