Mumbai Rain: ভয়ঙ্কর বৃষ্টিতে বেসামাল মুম্বই! বন্ধ স্কুল, কোমর সমান জলে বিশাল যানজট! বৃষ্টির দাপটে আরও ক্ষতির সম্ভাবনা…

Last Updated:

Mumbai Rain: ভয়ঙ্কর বৃষ্টির প্রভাবে তুমূলভাবে ক্ষতিগ্রস্থ ভারতের বানিজ্য নগরী৷ কোমর সমান জলে থমকে গিয়েছে জনজীবন৷ বিস্তারিত জানুন...

ভয়ঙ্কর বৃষ্টিতে বেসামাল মুম্বই! বন্ধ স্কুল, কোমর সমান জলে বিশাল যানজট! বৃষ্টির দাপটে আরও ক্ষতির সম্ভাবনা…
ভয়ঙ্কর বৃষ্টিতে বেসামাল মুম্বই! বন্ধ স্কুল, কোমর সমান জলে বিশাল যানজট! বৃষ্টির দাপটে আরও ক্ষতির সম্ভাবনা…
মুম্বই: প্রতি বর্ষায় ছবিটা প্রায় এক৷ জলে ভেসে যায় মুম্বই৷ এবারও পরিস্থিতি সেই একই৷ কিন্তু এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর৷ ইতিমধ্যেই শিশুদের নিরাপত্তার কথা ভেবে স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাধারণ মানুষকে বলা হয়েছে, প্রয়োজন না পড়লে অহেতুক বাইরে না বেড়োতে৷ যা খবর, মুম্বাই ও এর উপকূলবর্তী অঞ্চলে শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
কিছু এলাকায় ভোর রাতে ২০০ মিমি-র বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার ফলে নিচু এলাকাগুলি জলে ডুবে গেছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় শনিবার বিক্রোলিতে দুইজনের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
মহারাষ্ট্রের নানদেড জেলায় প্রবল বৃষ্টির কারণে প্রায় চার থেকে পাঁচজন নিখোঁজ হয়েছেন বলে সোমবার মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন জানিয়েছেন। মহাজন বলেন, “নানদেডে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং প্লাবিত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। SDRF টিমগুলোকেও ডাকা হয়েছে এবং প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে… ৪-৫ জন নিখোঁজ, তাদের সন্ধান চলছে… আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। মানুষের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।”
advertisement
সোমবার মুখ্যমন্ত্রী ফড়নবীস জানিয়েছেন, মহারাষ্ট্রের নানদেড জেলার মুখেদ এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, “মুখেদ অঞ্চলে ২০৬ মিমি বৃষ্টিপাতের ফলে সেখানে বন্যা পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে। সহায়তার জন্য সেনাবাহিনীও সেখানে মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সমস্তরকম সাহায্য প্রদান করছে।”
advertisement
এদিকে সোমবার মুম্বইয়ে ভারী বৃষ্টির পর একটি স্কুল বাস, যাতে ছয়জন শিশু ও দুইজন স্টাফ ছিলেন, জলে প্লাবিত রাস্তায় আটকে পড়ে। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে, এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে সকালে চলা স্কুলগুলি অর্ধদিবস ছুটি ঘোষণা করে এবং ছাত্রছাত্রীদের আগেভাগেই ছেড়ে দেওয়া হয়।
advertisement
এই মুহূর্তে মুম্বইয়ের হট টপিক আবহাওয়া। সেখানকার ওয়েদার রিপোর্ট বলছে, মুম্বইযের ঘাড় থেকে এখনই দুর্যোগ সরছে না। আগেই এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। এবার তা লাল-এ পরিণত হয়েছে। সোমবারও ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আশা করা হচ্ছে মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Rain: ভয়ঙ্কর বৃষ্টিতে বেসামাল মুম্বই! বন্ধ স্কুল, কোমর সমান জলে বিশাল যানজট! বৃষ্টির দাপটে আরও ক্ষতির সম্ভাবনা…
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement