Kidney: মাত্রাতিরিক্ত প্রোটিনেই সর্বনাশ! দেশে হুরহুর করে বাড়ছে কিডনি রোগের সংখ্যা...! অবহেলায় ভয়ঙ্কর বিপদ...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Kidney: তরুণদের মধ্যে অতিরিক্ত প্রোটিন গ্রহণের প্রবণতা কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। চিকিৎসকরা বলছেন, এতে ক্রিয়েটিনিন বেড়ে কিডনির ক্ষতি হতে পারে। প্রোটিনের মাত্রা নিয়ন্ত্রণ ও জলপান বজায় রাখা অত্যন্ত জরুরি...
বর্তমানে তরুণ-তরুণীরা অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করছেন, যার প্রভাব পড়ছে তাদের কিডনির উপর। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পেডিয়াট্রিশিয়ান ডা. শিবরঞ্জনি সন্তোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অনেক যুবক-যুবতীর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা ১.৪১ বা ১.৫ mg/dl দেখা যাচ্ছে। কিডনিগুলো একেবারে খারাপের দিকে যাচ্ছে। তারা প্রোটিন অতিরিক্ত খাচ্ছে, যা সুপারিশের তুলনায় অনেক বেশি।” তিনি আরও বলেন, ১-৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও অনেক সময় ২-২.৫ গ্রাম বেশি প্রোটিন খাওয়ানো হচ্ছে।
advertisement
advertisement
ডা. বিল্লা জানান, কারও রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ যদি ১.২ mg/dL হয়, সেটিও অনেক সময় উচ্চ হিসাবে ধরা হয় এবং এতে কিডনির অন্যান্য সূচকগুলোরও মূল্যায়নের প্রয়োজন হতে পারে। অতিরিক্ত প্রোটিন গ্রহণ, তা খাদ্য থেকে হোক বা সাপ্লিমেন্ট থেকে, কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই কোনও কিডনি সমস্যা রয়েছে।
advertisement
advertisement
এই অতিরিক্ত প্রোটিন গ্রহণের সঙ্গে যদি অপর্যাপ্ত জলপান বা অন্য কোনও স্বাস্থ্য সমস্যা যুক্ত হয়, তবে কিডনির উপর আরও বেশি চাপ পড়ে এবং তা উচ্চ ক্রিয়েটিনিন লেভেলের মাধ্যমে প্রকাশ পায়। ডা. মহেশ প্রসাদ, সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি, KIMS Hospitals, থানে – তিনি বলেন, “এটা কিডনি স্ট্রেনের ইঙ্গিত হতে পারে।”
advertisement
advertisement
advertisement
advertisement