Dirty for eating fish: মাছ খাওয়া যাবে না...রান্না করা যাবে না মাংস-ও! মুম্বইয়ে মরাঠিদেরই কোণঠাসা করছে গুজরাতিরা, তুমুল অশান্তি

Last Updated:

ওই একই ভিডিয়োয় যুবক দাবি করেছেন যে, ওই আবাসনের নিকটবর্তী আরেকটি আবাসনেও মরাঠিদের আমিষ রান্না করতে দেওয়া হয় না৷ বাধ্য হয়ে তাঁরা বাইরে থেকে আমিষ খাবার আনিয়ে খান৷

News18
News18
মুম্বই: মাছ-মাংস খাওয়া নিয়ে ফের সরগরম দেশের বাণিজ্যনগরী মুম্বই৷ এবার আমিষ খাওয়া নিয়ে তুমুল ঝামেলায় জড়াল একটি আবাসনের মরাঠি এবং গুজরাতি পরিবারের সদস্যেরা৷ ঝগড়া এতদূর পৌঁছল যে সামাল দিতে আসতে হল পুলিশকেও৷ জানুন, ঠিক কী হয়েছিল৷
মুম্বইয়ের নিকটবর্তী শহরতলি এলাকা ঘাটকোপারের একটি আবাসনের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এক কর্মীকে আবাসনের বাসিন্দা গুজরাতি পরিবারগুলিকে বলতে শোনা যাচ্ছে, মাছ-মাংস খান বলে আবাসনের মরাঠি পরিবারগুলিকে ‘নোংরা’ হিসাবে উল্লেখ করেন গুজরাতি বাসিন্দারা৷
advertisement
advertisement
রাজু পার্টে নামের ওই মরাঠি যুবককে বলতে শোনা যায়, ‘‘যে কেউ মুম্বইয়ে থাকতে পারে, কাজ করতে পারে, কিন্তু, এই ধরনের জিনিস সহ্য করা যাবে না৷ কে কি খাবে সেটা অন্য কেউ কী করে ঠিক করে দিতে পারে?’’
ওই একই ভিডিয়োয় যুবক দাবি করেছেন যে, ওই আবাসনের নিকটবর্তী আরেকটি আবাসনেও মরাঠিদের আমিষ রান্না করতে দেওয়া হয় না৷ বাধ্য হয়ে তাঁরা বাইরে থেকে আমিষ খাবার আনিয়ে খান৷
advertisement
মরাঠি-গুজরাতি ঝামেলা বারতে থাকলে কিছু লোকজন ঘাটকোপার থানায় খবর দেন৷ পরে পুলিশ এসে মরাঠিদের অপমান করা নিয়ে গুজরাতিদের সাবধান করেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ করার কথাও জানিয়ে যায়৷
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে স্টুডেন্টদের দেহ! পুলিশের ছেলে হয়ে এ কী করল! ভাইরাল ভিডিও
রাজ ঠাকরের নেতৃত্বাধীন এমএনএস এবং অবিভক্ত শিবসেনা উভয়ই দাবি করেছে যে মারাঠি ভাষাভাষীরা তাদের আমিষ খাদ্যাভ্যাসের কারণে আজকাল নির্দিষ্ট কিছু এলাকায় ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Dirty for eating fish: মাছ খাওয়া যাবে না...রান্না করা যাবে না মাংস-ও! মুম্বইয়ে মরাঠিদেরই কোণঠাসা করছে গুজরাতিরা, তুমুল অশান্তি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement