PM Modi on Ratan Tata: ভারতের শিল্পজগতে নক্ষত্র পতন, ‘অসাধারণ মানুষ ছিলেন...’ বললেন প্রধানমন্ত্রী মোদি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Ratan Tata Dies: প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তাঁর মনটা মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। উনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব প্রদান করেছিলেন।'
নয়াদিল্লি: প্রয়াত রতন টাটা ৷ ভারতীয় শিল্পবাণিজ্যে মহীরুহ পতন ৷ শোকস্তব্ধ গোটা দেশ ৷ বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন– SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, বিশদে জেনে রাখুন এখনই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তাঁকে একজন দূরদর্শী ব্যবসায়িক নেতা এবং একজন সহানুভূতিশীল মানুষ বলে অভিহিত করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, রতন টাটা একজন দূরদর্শী ব্যবসায়ী নেতা, দয়ালু এবং অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গেছে। তাঁর নম্রতা, দয়া এবং আমাদের সমাজের উন্নতির জন্য অটল প্রতিশ্রুতি তাঁকে অনেক লোকের কাছে প্রিয় করেছিল। রতন টাটার সবচেয়ে অসাধারণ দিকগুলির মধ্যে একটি ছিল বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়িত করার জন্য তাঁর উদ্যোগ।
advertisement
advertisement
Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
advertisement
বিখ্যাত ও জনপ্রিয় এই শিল্পপতির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এবং হর্ষ গোয়েঙ্কা-সহ সারা ভারতের শিল্পপতিরা প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রয়াণে আন্তরিকভাবে শোকপ্রকাশ করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 8:22 AM IST