SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, বিশদে জেনে রাখুন এখনই

Last Updated:

জল, বিদ্যুৎ, গ্যাসের বিল ক্রেডিট কার্ডে মেটান অনেকেই। সুবিধাও হয়। কিন্তু এবার সতর্ক হতে হবে।

SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন?
SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন?
কলকাতা: জল, বিদ্যুৎ, গ্যাসের বিল ক্রেডিট কার্ডে মেটান অনেকেই। সুবিধাও হয়। কিন্তু এবার সতর্ক হতে হবে। ক্রেডিট কার্ডের নিয়মে বড়সড় বদল করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। লাগু হবে ১ নভেম্বর থেকে। পরিবর্তিত নিয়ম সম্পর্কে আগেভাগে জেনে রাখা জরুরি। ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল মেটালে এবার থেকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ কাটা হবে বলে জানিয়েছে এসবিআই। ইতিমধ্যে অনেক ব্যাঙ্ক এবং কার্ড কোম্পানিই নির্দিষ্ট সীমার উপর ইউটিলিটি বিল পেমেন্টে ১ শতাংশ চার্জ নেওয়া শুরু করেছে। এবার সেই পথে হাঁটল এসবিআই কার্ডও।
৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্টে সারচার্জ: নয়া নিয়ম অনুযায়ী, এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে এক স্টেটমেন্ট সাইকেলে ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্টের উপর ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহককে। তবে পেমেন্টের পরিমাণ ৫০ হাজার টাকার কম হলে কোনও চার্জ লাগবে না বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।
advertisement
advertisement
ফিনান্স চার্জেও বড় বদল: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শৌর্য বা ডিফেন্স ক্রেডিট কার্ড ছাড়া সমস্ত আনসিকিওর্ড ক্রেডিট কার্ডের ফিনান্স চার্জেও নয়া নিয়ম জারি করেছে। এখন থেকে এসবিআইয়ের আনসিকিওর্ড ক্রেডিট কার্ডে ৩.৭৫ শতাংশ হারে ফিনান্স চার্জ ধার্য করা হবে। ১ নভেম্বর থেকে লাগু হবে এই চার্জ।
advertisement
বলে রাখা ভাল, যে সব ক্রেডিট কার্ডের জন্য কোনও সিকিউরিটি ডিপোজিট বা জামানত জমা রাখতে হয় না, সেগুলিকেই আনসিকিওর্ড ক্রেডিট কার্ড বলা হয়। অন্য দিকে, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের বিপরীতে যে সব ক্রেডিট কার্ড দেওয়া হয়, সেগুলি সিকিওর্ড ক্রেডিট কার্ড।
প্রসঙ্গত, এর আগে সরকারি লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার নিয়মও বন্ধ করে দেয় এসবিআই। ১ জুলাই থেকে আর এই ধরণের লেনদেনে কোনওরকম রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন না গ্রাহকরা। কিছু ক্রেডিট কার্ডে এটা বন্ধ হয়েছে ১৫ জুলাই থেকে। এবার ইউটিলিটি বিল পেমেন্টে অতিরিক্ত চার্জ আরোপের ঘোষণা করল এসবিআই।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, বিশদে জেনে রাখুন এখনই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement