বকেয়া ছিল প্রায় আড়াই কোটি! সরকারের কাছে সাড়া না পেয়েই চরম পদক্ষেপ? মুম্বইতে শিশু পণবন্দি কাণ্ডে আর কী উঠে এল?

Last Updated:

মুম্বইয়ের পাওয়াইয়ের স্টুডিয়োয় ঠিক কী কারণে ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? এই বিষয়ে রোহিতের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজে থেকেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি ছিল, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি পান। সেই টাকার অঙ্ক প্রায় দু'কোটি।

শিশুদের পণবন্দি কেন করেছিলেন কী জানালেন রোহিত?
শিশুদের পণবন্দি কেন করেছিলেন কী জানালেন রোহিত?
মুম্বই: মুম্বইয়ের পাওয়াইয়ের স্টুডিয়োয় ঠিক কী কারণে ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? এই বিষয়ে রোহিতের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজে থেকেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি ছিল, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি পান। সেই টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতেই চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের পণবন্দি করেন তিনি। এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না।
পওয়াইয়ের বহুতল ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার সেখানে অডিশনের জন্য এসেছিল অনেক শিশু। অডিশন চলাকালীন আচমকা ওই স্টুডিয়োয় ঢুকে পড়েন রোহিত। তাঁর তখন হাতে ছিল বন্দুক। ভয়ে সেই সময় চিৎকার করে দেন শিশুরা। তবে সেই সময় বেশিরভাগ শিশুকেই স্টুডিয়ো ছেড়ে চলে যেতে বলেন। শেষে ১৭ জন শিশুকে আটকে রাখেন। এই সময় আতঙ্ক ছড়ায় স্টুডিয়োর বাইরে। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান চালিয়ে রোহিতকে হত্যা করে শিশুদের উদ্ধার করে পুলিশ
advertisement
আরও পড়ুন: ১ কোটি সরকারি চাকরি! সঙ্গে লখপতি দিদি! কী প্রতিশ্রুতি মোদি-নীতীশের NDA-র, এল ইস্তেহার
শিশুদের বন্দি করে রাখার সময়েই ভিডিও রেকর্ড করে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন রোহিত। তাঁর দাবি কোনও শিশুকে কোনও ক্ষতি করা তাঁর ইচ্ছে বা অভিপ্রায় নেই। তিনি কেবল মহারাষ্ট্রের শিক্ষা দফতরের কাছ থেকে বকেয়া দু’কোটি টাকা আদায়ের জন্য সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। কোন দাবির কথা বলেছিলেন তিনি? এই প্রসঙ্গে শিবসেনা নেতা দীপক কেসারকার জানান, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তখন রোহিতকে পরিচ্ছন্নতা এবং সচেতনতা কর্মসূচির কাজ দেন। সেই কাজের জন্য তাঁর পাওনা টাকা আটকে রাখার অভিযোগ জানিয়েছিলেন রোহিত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বকেয়া ছিল প্রায় আড়াই কোটি! সরকারের কাছে সাড়া না পেয়েই চরম পদক্ষেপ? মুম্বইতে শিশু পণবন্দি কাণ্ডে আর কী উঠে এল?
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement