Spicejet Flight Turbulence: মাঝ আকাশে প্রচণ্ড ঝাঁকুনি, মুম্বই-দুর্গাপুর বিমানের যাত্রীদের হাড়হিম অভিজ্ঞতা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Spicejet Flight Turbulence: পর পর দুদিন মহাবিপদ থেকে বাঁচলেন দুটি বিমানের যাত্রীরা।
#কলকাতা: এই নিয়ে দ্বিতীয় দিন ঝড়ের কবলে বিমান। গতকাল অর্থাত্ শনিবার দিল্লি-কলকাতা বিমান পড়েছিল দুর্যোগের মুখে। মাঝআকাশে ভয়ঙ্কর ঝাঁকুনি হওয়ায় আতঙ্কিত হয়েছিলেন যাত্রীরা। সেই বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পাইলট বাধ্য হয়ে গুয়াহাটিতে অবতরণ করান। এবার মুম্বই-দুর্গাপুর বিমানে একইরকম ভয়ঙ্কর ঝাঁকুনিতে হাড়হিম অভিজ্ঞতা হল যাত্রীদের।
তীব্র দাবদাহ থেকে মুক্তি দিয়েছে ২ দিনের ঝড়-বৃষ্টি। তবে এই ঝড় বিমানযাত্রীদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে ফেলল। এদিন মুম্বই-দুর্গাপুর বিমানের যাত্রীরা মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন। আতঙ্কে বিমানের ভিতরে চিত্কার জুড়ে দেন অনেক যাত্রী। তবে বড় কোনও বিপদ হয়নি। বিমানটি নিরাপদেই শেষ পর্যন্ত অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন- লেকটাউন থেকে চুরি গেল বাইক, তারপর পুলিশ ধরল বাইক পাচার চক্রের ব্যক্তি
এয়ার টার্বুল্যান্সের কারণে মাঝ আকাশে এমন ঝাঁকুনি হয়েছিল বলে বলছে বিশেষজ্ঞমহল। সন্ধে সাতটা ১০ নাগাদ বিমানটি নিরাপদে অন্ডাল বিমানবন্দরে নামে। এক্ষেত্রে পাইলটের দক্ষতার প্রশংসা করছেন অনেকেই। এমন ঝড়়-বৃষ্টিতে এয়ার টার্বুল্যান্স স্বাভাবিক ব্যাপার। তবে অনেক সময় এমনটা হলে বড়সড় বিপদও ঘটতে পারে। এদিন অবশ্য তেমন কিছু বড় বিপদ হয়নি।
advertisement
advertisement
জানা গিয়েছে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও আঘাতই গুরুতর নয়। তবে অনেক যাত্রীই আতঙ্কে ছিলেন। মাঝ আকাশে এমন ঝাঁকুনি আগে কেউই অনুভব করেননি। ফলে ভয়ঙ্কর এই ঘটনা তাঁদের আতঙ্কিত করে তুলেছিল। অনেকেই বড় বিপদের আশঙ্কা করেছিলেন।
শনিবারও প্রায় একইরকম ঘটনা ঘটেছিল দিল্লি-কলকাতাগামী বিমানে। পাইলট জানিয়েছিলেন, বৃষ্টির মধ্যে কলকাতা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলে বিমান রানওয়ে থেকে ছিটকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ আকাশে পাক খেয়ে পাইলট গুয়াহাটি বিমানবন্দরের দিকে রওনা দেন। কারণ বিমানে জ্বালানিও শেষ হয়ে আসছিল। পরে যাত্রীদের গুয়াহাটি থেকে কলকাতা নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুন- অন্ধকারে সন্দেহজনক ঘোরাঘুরি দুই যুবকের! হাতেনাতে ধরে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের
পর পর দুদিন বিমান যাত্রীদের একইরকম অভিজ্ঞতা হল। দুদিনই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বিমান যাত্রীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2022 11:35 PM IST