Mumbai Cat News : মৃত্যু পরও বেঁচে! কেরলের নায়ার পরিবারের এই পোষ্যের কাহিনী চোখে জল আনবে
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mumbai Cat News : বেড়ালের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার একটি সংবাদপত্রে শোকবার্তা জানিয়েছিল, যার ক্লিপিংস ইন্টারনেটে মুহূর্তে ভাইরাল৷
মুম্বই : চুনচু নায়ারকে এখনও ভুলতে পারেনি তার পরিবার৷ তাই মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে গেলেও চার পায়ের পোষ্য এখনও নেট দুনিয়ায় ভাইরাল থেকে গিয়েছেন৷
চুনচু নায়ার আসলে কোনও মানুষ নন৷ নায়ার পরিবারের এই পোষ্য প্রায় ১৮ বছর বেঁচে ছিল৷ শেষমেশ ২০১৮-তে বার্ধক্যজনিত কারণে সে মারা যায়৷ তার জন্য এক বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা করেছিল নায়ার পরিবার৷ আর সে কারণেই চুনচু-এর স্মৃতি এখনও পৃথিবীতে বর্তমান৷
আরও পড়ুন : মহিলারা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, নিউজ 18-এর অনুষ্ঠানে বিশেষ বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
advertisement
advertisement
আসলে আদরের বেড়ালেন প্রথম মৃত্যুবার্ষিকীতে, তার পরিবার একটি শোকবার্তা শেয়ার করেছে, যা ইন্টারনেটে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল এই শোকবার্তা৷ এরপর থেকে প্রতি বছর নির্দিষ্ট দিনে চুনচুর জন্য করা এই স্মৃতিচারণ বারবার নেট দুনিয়ায় প্রকাশ্যে চলে আসে৷ সেটাই যেন নায়ার পরিবারের কাছে চারপেয়ী পোষ্য জীবন্ত রাখছে বছরের পর বছর৷
advertisement
ঠিক কী আছে সেই শোকবার্তায়? “চুঞ্চু নায়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। মোলুত্তি, তোমাকে খুব মিস করি আমরা!”
টাইমস অফ ইন্ডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বেড়ালের পোষ্য মা৷ নায়ার পরিবারের সদস্যা বলছিলেন, চুনচুর সাথে বাড়ির বাইরে একটি বাগানে প্রথম দেখা হয়েছিল। তাঁর কথায়, “বেড়ালটি প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় বাগানে একই জায়গায় বসে থাকত৷ আসলে সে আমার বাড়ির ফেরার জন্য অপেক্ষা করত৷ আমি মাঝে মাঝে তাকে দুধ বা খাবার দিতাম৷ এভাবেই সম্পর্ক গভীর হতে থাকে।”
advertisement
চুনচুকে কখনও কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি৷ এরপরও পরিবারের সদস্যদের প্রতি তার আনুগত্য ছিল দেখার মতো৷ সে কখনও তার মালিকের খাবারের প্লেটে থাবা বসায়নি। সে শুধু তাজা মাছ খেতে ভালোবাসত৷
চুনচু, অন্য যে কোনও বিড়ালের মতোই মালিকের গায়ে গায়ে থাকত, এবং অন্য কেউ সেটা করলে সহ্য করতে পারত না৷ “আমার মেয়েরাও কখনও আমাদের কাছে এসে বসলে চুনচু সেটা সহ্য করতে পারত না৷ রেগে যেত৷” জানিয়েছিলেন সেই সদস্যা৷
advertisement
শুধু পরিবার নয়, পাড়ার লোকেরাও বিড়ালটিকে খুব ভালোবাসত৷ চুনচুর মালিক বলছিলেন, “পাড়ার প্রায় সবাই আমাদের বিড়লটিকে খুব ভালোবসত৷ বার্ধক্যজনিত কারণে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল৷ তখন আমাদের প্রতিবেশীরাও ওকে দেখতে আসত৷ চুনচুর অবস্থা দেখে অনেকে কেঁদেও ফেলত৷”
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 4:12 PM IST