মুম্বই বিমানবন্দরে যান্ত্রিক গোলযোগ ! থমকে পরিষেবা, চরম দুর্ভোগ যাত্রীদের
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানবন্দরের সব কাজ আটকে যায়। ফলে বিমানবন্দরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের ৷
মুম্বই: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-তে বৃহস্পতিবার কম্পিউটার ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হল যাত্রীদের ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানবন্দরের সব কাজ আটকে যায় এদিন। দিনের ব্যস্ত সময়ে এমনটা ঘটায় চরম ভোগান্তির সম্মুখীন হন যাত্রীরা ৷
মুম্বই বিমানবন্দরের টার্মিনাল-২ আন্তর্জাতিক বিমান ওঠানামা করার জন্য হলেও এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগোর বেশ কিছু ডোমেস্টিক বিমানও চলাচল করে এই টার্মিনাল থেকে ৷ ফলে যাত্রী সংখ্যা মুম্বইয়ের এই টার্মিনালে প্রতিদিনই অনেক বেশি হয় ৷ দেশের বিভিন্ন ব্যস্ত বিমানবন্দরের টার্মিনালগুলির মধ্যে অন্যতম হল মুম্বইয়ের এই টি২।
Due to the server down at Mumbai International Airport, the crowd is slightly more than normal. The crowd is being managed well and there is no chaos as manual passes are being issued: @CISFHQrs at Mumbai International Airport pic.twitter.com/2WJq2KKvTk
— Sanjay Jha (@JhaSanjay07) December 1, 2022
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রায় ১ ঘণ্টা ধরে মুম্বই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় ছিল না তাদের। কাউন্টারে লম্বা লাইন পড়ে যায় ৷ প্রভাব পড়ে বিমান চলাচলেও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2022 6:57 PM IST