রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা

Last Updated:

19-yr-old dies after eating Shawarma at stall in Mumbai: গত ৩ মে মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে নামের ওই যুবক।

রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা (Representative Image)
রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা (Representative Image)
মুম্বই: ফাস্টফুড খেতে কার না ভাল লাগে ৷ এখন সারা দেশেই জনপ্রিয় একটি খাবার হল ‘শাওয়ারমা’ (Chicken Shawarma) ৷ মিডল ইস্টার্ন এই খাবার বহুদিন আগের থেকেই ভারতে অত্যন্ত জনপ্রিয় ৷ কিন্তু রাস্তার ধারের একটি ফুড স্টল থেকে চিকেন শাওয়ারমা খেয়েই এবার মৃত্যু হল মুম্বইয়ের ১৯ বছরের এক যুবকের ৷ গত ৩ মে মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে (Prathamesh Bhokse) নামের ওই যুবক।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রথমেশ ভোকসের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি প্রথমেশের বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় প্রথমেশকে। বাড়ি ফেরার পর পরের দিন অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রথমেশ। পরিস্থিতি ঠিক নয় বুঝে পরিবারের সদস্যরা তাকে কেইএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর প্রথমেশকে ছেড়ে দেওয়া হলেও তাঁর অবস্থার ফের অবনতি হয় ৷ এবং হাসপাতালে পুনরায় ভর্তি করার পর শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা আর হয়নি। ৫ তারিখই মৃত্যু হয় প্রথমেশের ৷
advertisement
বিষয়টির তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতা আনন্দ কামলে এবং আহমেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement