রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই, তবে অর্পণার জিত নিশ্চিত, বললেন মুলায়মের ছোট ছেলে প্রতীক

Last Updated:

রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই, তবে অর্পণার জিত নিশ্চিত, বললেন মুলায়মের ছোট ছেলে প্রতীক

#লখনউ: নতুন বছর পড়তেই গোটা উত্তরপ্রদেশ সরগরম হয়ে উঠেছে বিধানসভা নির্বাচন নিয়ে ৷ প্রথম থেকেই নির্বাচন নিয়ে বাবা মুলায়ম সিং যাদব ও ছেলে অখিলেশের মধ্যে রাজনৈতিক সংঘাত চলছিল ৷ ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের সাত দফার নির্বাচনী লড়াই। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হয় বাবা ছেলের ‘দঙ্গল’ ৷ এমনকী পার্টির প্রতীক সাইকেল নিয়েও শুরু হয়ে যায় দড়ি টানাটানি ৷ গত কয়েকদিন ধরেই সমাজবাদী পার্টির মধ্যে বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্বের বহু ঘটনা শিরোনামে এসেছে বারেবারে ৷ অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে অখিলেশকেই সপা-র প্রতীক দেয় কমিশন ৷ পরে অবশ্য বাবা ছেলের মধ্যে রফা হয়ে যায় ৷ অখিলেশের পর এবার লাইমলাইটে তার সৎ ভাই প্রতীক যাদব ৷
সম্প্রতি পাঁচ কোটি টাকার একটি নীল ল্যাম্বার্জিনি গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন প্রতীক ৷ ব্লু বোল্ট হ্যাসট্যাগ দিয়ে তিনি ছবিটি পোস্ট করেন ৷ আসন্ন নির্বাচনে সামজবাদী পার্টির টিকিটে নির্বাচন লড়ছেন প্রতীকের স্ত্রী অর্পণা ৷ লখনউ ক্যান্টনমেন্ট নির্বাচনে লড়বেন অর্পণা ৷ বিলাসবহুল এই গাড়ি নিয়ে বিতর্কের ঝড় উঠতেই, প্রতীক নিজের সাফাইয়ে জানিয়েছে তিনি লোনে গাড়িটি কিনেছেন ৷ প্রতীকের রিয়্যাল এস্টেটের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে ৷ তিনি জানান, ‘আমি যদি পাঁচ কোটি টাকার প্রোপার্টি কিনতাম তাহলে কেউ কিছু বলত না ৷’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার রিয়্যাল এস্টেট ও জিমের ব্যবসা রয়েছে ৷ আমি যদি ৫ কোটি টাকার গাড়ি কিনে থাকি তাতে কার কী সমস্যা ?এতে বির্তকের কী আছে ?’
advertisement
prateek-yadav-lamborghini_650x400_61484554710
advertisement
তিনি আরও জানান, ১০ বছর আগে প্রথম এই গাড়িটি তিনি লন্ডনে দেখেন ৷ তখনই ঠিক করে নেন যে একদিন এই গাড়িটি তিনি কিনবেন ৷ জীবন একটাই তাই সমস্ত স্বপ্নপূরণ করার চেষ্টা করা উচিৎ ৷’
প্রতীক জানিয়েছেন, ‘নির্বাচনে অপর্ণার জয় নিয়ে তিনি নিশ্চিত ৷ তিনি অনেক কাজ করেছেন সাধারণ মানুষের জন্য ৷’ যাদব পরিবারের ২২ জন সদস্য ইতিমধ্যেই রাজনাতির সঙ্গে যুক্ত হয়েছেন ৷ প্রতীক রাজনীতির বিষয়ে জানান, ‘রাজনীতি নিয়ে আমার কোনওদিনই আগ্রহ নেই ৷ আমি আমার ব্যবসা নিয়ে ব্যাস্ত রয়েছি৷ রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলে ২০১০ সালেই তা করতে পারতাম ৷’
advertisement
সপা ও কংগ্রেসের জোট নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্টতা নিয়ে ক্ষমতায় আসবে জোট ৷ কমপক্ষে ২৫০ -এর বেশি সিট নিয়ে সরকার গড়বে সপা ও কংগ্রেস ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনীতিতে আমার কোনও আগ্রহ নেই, তবে অর্পণার জিত নিশ্চিত, বললেন মুলায়মের ছোট ছেলে প্রতীক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement