Mukul Roy: একূল ওকূল দুই-ই গেল, খালি হাতেই কলকাতায় ফিরলেন মুকুল! সঙ্কটে রাজনৈতিক ভবিষ্যৎ?

Last Updated:
শনিবার দিল্লি বিমানবন্দরে ফেরার অপেক্ষায় মুকুল রায়৷
শনিবার দিল্লি বিমানবন্দরে ফেরার অপেক্ষায় মুকুল রায়৷
দিল্লি: সপ্তাহ দুয়েকের সব চেষ্টাই বৃথা গেল। বার বার চেষ্টা করলেও বিজেপি-র কোনও শীর্ষ নেতাই তাঁর সঙ্গে দেখা করেননি। অবশেষে দিল্লি থেকে খালি হাতেই কলকাতায় ফিরছেন মুকুল রায়। এ দিন দুপুরেই দিল্লি থেকে কলকাতার বিমানে ওঠেন তিনি।
গত ১৭ এপ্রিল আচমকাই দিল্লি পৌঁছন মুকুল রায়৷ তাঁর এই দিল্লি যাত্রা নিয়ে তৈরি হয় রহস্য এবং রাজনৈতিক চাপানউতোর৷ কারণ মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় দাবি করেন, তাঁকে এবং বাড়ির কাউকে কিছু না জানিয়েই দিল্লি গিয়েছেন মুকুল৷ শুভ্রাংশু অভিযোগ করেন, অসুস্থ মুকুলকে ভুল বুঝিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ এর পিছনে বিজেপি-র চক্রান্তের দিকেই ইঙ্গিত করেন তিনি৷
advertisement
advertisement
এ দিকে মুকুলের দিল্লি যাত্রায় অস্বস্তিতে পড়ে তৃণমূল, বিজেপি দু দলই৷ কারণ, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েও দিল্লিতে গিয়ে মুকুল দাবি করেন, তিনি বিজেপি-তেই রয়েছেন৷ দিল্লিতে যে বিজেপি নেতাদের সঙ্গেই দেখা করতে গিয়েছেন, তাও বুঝিয়ে দেন মুকুল৷ ফলে তাঁকে নিয়ে ক্ষোভ বাড়তে থাকে তৃণমূলের অন্দরে৷
advertisement
দিল্লি যাত্রার দ্বিতীয় দিন সংবাদমমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুকুল৷ এর পর যে হোটেলে তিনি উঠেছিলেন, সেই হোটেল ছেড়ে গোপন কোনও ঠিকানায় ঘাঁটি গাড়েন প্রবীণ এই নেতা৷ যদিও প্রথম থেকেই খবর ছিল, মুকুলের সঙ্গে অনাগ্রহী বিজেপি-র শীর্ষ নেতারা৷ রাজ্য বিজেপি-র পক্ষ থেকেও মুকুলকে নিয়ে তীব্র আপত্তির কথা জানানো হয় শীর্ষ নেতৃত্বকে৷ দিল্লি গিয়ে মুকুলের মুখে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র কথা শোনা গিয়েছিল৷ যদিও গত প্রায় দু সপ্তাহ বিজেপি নেতারা সাড়়া না দেওয়ায় এক রকম আতান্তরে পড়েন মুকুল৷ সূত্রের খবর, অমিত শাহ অথবা জে পি নাড্ডা কেউই মুকুলের বিষয়ে অথবা তাঁকে দলে ফেরাতে আগ্রহী ছিলেন না৷
advertisement
দিল্লি থেকে খালি হাতে ফেরায় মুকুলের রাজনৈতিক ভবিষ্যতই কার্যত সংশয়ের মুখে পড়ে গেল কি না, সে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ কারণ মুকুলকে নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে শাসক দলের অন্দরে৷ দিল্লিতে গিয়েও রাজ্য সরকার এবং শাসক দলের সমালোচনা শোনা গিয়েছে মুকুলের মুখে৷ শোনা গিয়েছে রাজ্যে পরিবর্তন আনার কথা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে মুকুলকে নিয়ে তাঁর বিরক্তি স্পষ্ট করে দিয়েছেন৷ ফলে দিল্লিতে যেমন বিজেপি নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন, তেমন রাজ্যেও শাসক দলের দরজা আপাতত মুকুলের জন্য বন্ধ হয়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mukul Roy: একূল ওকূল দুই-ই গেল, খালি হাতেই কলকাতায় ফিরলেন মুকুল! সঙ্কটে রাজনৈতিক ভবিষ্যৎ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement