Mughal Garden renamed: নাম বদলের ছোঁয়া রাষ্ট্রপতি ভবনেও! মুঘল গার্ডেন এখন থেকে অমৃত উদ্যান

Last Updated:

আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷

বদলে গেল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। Photo-PTI
বদলে গেল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। Photo-PTI
নয়াদিল্লি: মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছিল দিন দয়াল উপাধ্যায় জংশন৷ রাজ পথ হয়ে গিয়েছে কর্তব্য পথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ মুঘল গার্ডেনের নতুন নাম হল অমৃত উদ্যান৷ শনিবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মুঘল গার্ডেনের নাম রাখা হল কর্তব্য উদ্যান৷
advertisement
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানান, রাষ্ট্রপতি ভবনের অন্দরের সবকটি উদ্যান মিলিয়ে একটি নাম রাখা হল- অমৃত উদ্যান। রাষ্ট্রপতি নিজেই এই নামকরণ করেছেন৷
advertisement
আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷ এর পর ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দু' মাস রাষ্ট্রপতি ভবনের এই বাগানগুলি দর্শকদের জন্য খোলা থাকবে৷
প্রতি বছরই মোঘল গার্ডেন দেখতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। বছরের নির্দিষ্ট সময় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বাগান।
advertisement
মোদি সরকারের জমানায় নাম বদল অবশ্য নতুন কিছু নয়৷ মোঘলসরাই জংশনের মতোই ইলাহাবাদ, ফৈজাবাদ স্টেশনগুলির নামও বদলে যথাক্রমে প্রয়াগরাজ এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mughal Garden renamed: নাম বদলের ছোঁয়া রাষ্ট্রপতি ভবনেও! মুঘল গার্ডেন এখন থেকে অমৃত উদ্যান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement