নয়াদিল্লি: মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছিল দিন দয়াল উপাধ্যায় জংশন৷ রাজ পথ হয়ে গিয়েছে কর্তব্য পথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ মুঘল গার্ডেনের নতুন নাম হল অমৃত উদ্যান৷ শনিবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মুঘল গার্ডেনের নাম রাখা হল কর্তব্য উদ্যান৷
আরও পড়ুন: ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সেক্রেটারি নভিকা গুপ্ত জানান, রাষ্ট্রপতি ভবনের অন্দরের সবকটি উদ্যান মিলিয়ে একটি নাম রাখা হল- অমৃত উদ্যান। রাষ্ট্রপতি নিজেই এই নামকরণ করেছেন৷আগামী ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷ এর পর ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দু' মাস রাষ্ট্রপতি ভবনের এই বাগানগুলি দর্শকদের জন্য খোলা থাকবে৷
আরও পড়ুন: চিন সীমান্তে ৬৫ পেট্রোলিং পয়েন্টের মধ্যে ২৬টি হারিয়েছে ভারত, উদ্বেগ রিপোর্টে
প্রতি বছরই মোঘল গার্ডেন দেখতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। বছরের নির্দিষ্ট সময় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বাগান।
মোদি সরকারের জমানায় নাম বদল অবশ্য নতুন কিছু নয়৷ মোঘলসরাই জংশনের মতোই ইলাহাবাদ, ফৈজাবাদ স্টেশনগুলির নামও বদলে যথাক্রমে প্রয়াগরাজ এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mughal Garden, Rashtrapati Bhawan