গুটখা নিয়ে ঝামেলা! রাগের চোটে যা করলেন নেশাগ্রস্ত স্ত্রী! বাড়ি এসে মাথা ঘুরে গেল স্বামীর
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উত্তরপ্রদেশের চিত্রকূটে ঘটে গেল এক হাড়হিম ঘটনা। দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন তাঁদের মা। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে গুটখা নিয়ে বাগবিতণ্ডা হওয়ার পরেই এই ঘটনা ঘটে।
সাতনা: উত্তরপ্রদেশের চিত্রকূটে ঘটে গেল এক হাড়হিম ঘটনা। দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন তাঁদের মা। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে গুটখা নিয়ে বাগবিতণ্ডা হওয়ার পরেই এই ঘটনা ঘটে। তৃতীয় সন্তানকেও বিষ খাওয়ানোর পরে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, বছর ২৬-এর জ্যোতি যাদবের গুটখা খাওয়া নিয়ে প্রচণ্ড নেশা ছিল। জানা গিয়েছে, শনিবার সকালে টাকা নিয়ে প্রবল ঝামেলা হয়। তাঁর স্বামী বাবু যাদবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান জ্যোতি যাদব।
জানা গিয়েছে, সন্ধ্যাবেলা বাবু কাজ থেকে ফেরার পর দেখতে পান চার বছরের ছেলে ব্যথায় কাতর হয়ে ভুগছেন। জানা যায় তাঁর মা কিছু তেতো খাইয়ে দিয়েছেন। অন্যদিকে এক বছরের শিশুকন্যা ততক্ষণে মারা গিয়েছে। এবং স্ত্রী জ্যোতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
advertisement
advertisement
এরপরেই তাঁদের সকলকেই মাঝগাঁও কমনিউটি হেলথ সেন্টারে ডাক্তাররা পাঁচ বছরের দীপচাঁদ বাদে প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।
ডাক্তার এবং পুলিশ প্রত্যেককেই জানিয়েছেন বিষ প্রয়োগ করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 4:46 PM IST