Primary Teacher Recruitment: ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগ! পুজোর আগেই বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর! নিয়োগ শুরু দ্রুতই

Last Updated:
Primary Teacher Recruitment: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবারই এক্স-হ্যান্ডেলে জানান, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।''
1/7
পুজোর পরই রাজ্যে প্রাথমিক শিক্ষকের ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ শুরু হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ২০২২ ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
পুজোর পরই রাজ্যে প্রাথমিক শিক্ষকের ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ শুরু হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ২০২২ ও ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।
advertisement
2/7
সেই প্রসঙ্গে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ''পুজোর আগে মুখ‍্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী  যেমন কথা দেন, সেই মতোই চাকরি দেবেন সকলকে।''
সেই প্রসঙ্গে শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ''পুজোর আগে মুখ‍্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেমন কথা দেন, সেই মতোই চাকরি দেবেন সকলকে।''
advertisement
3/7
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবারই এক্স-হ্যান্ডেলে জানান, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবারই এক্স-হ্যান্ডেলে জানান, “আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩,৪২১ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
advertisement
4/7
প্রসঙ্গত, ২০২৩ সালের প্রাথমিক টেটে ৬,৭৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। ২০২২ সালের টেটের ফল প্রকাশিত হলেও মামলার জটিলতার কারণে নিয়োগ স্থগিত ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, “মামলার জটিলতা কাটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজ শুরু হয়েছে। সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।”
প্রসঙ্গত, ২০২৩ সালের প্রাথমিক টেটে ৬,৭৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। ২০২২ সালের টেটের ফল প্রকাশিত হলেও মামলার জটিলতার কারণে নিয়োগ স্থগিত ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, “মামলার জটিলতা কাটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজ শুরু হয়েছে। সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।”
advertisement
5/7
নিয়োগের আবেদন ফি ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে। সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য ফি নির্ধারিত হয়েছে ৬০০ টাকা, ওবিসি এ ও বি প্রার্থীদের ৫০০ টাকা, এবং এসসি-এসটি প্রার্থীদের ৩০০ টাকা।
নিয়োগের আবেদন ফি ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে। সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য ফি নির্ধারিত হয়েছে ৬০০ টাকা, ওবিসি এ ও বি প্রার্থীদের ৫০০ টাকা, এবং এসসি-এসটি প্রার্থীদের ৩০০ টাকা।
advertisement
6/7
রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী করা হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদে নিয়োগ করা হবে।
রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী করা হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদে নিয়োগ করা হবে।
advertisement
7/7
এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রার্থী ও অভিভাবকরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফর্ম, প্রয়োজনীয় নথি এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রার্থী ও অভিভাবকরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফর্ম, প্রয়োজনীয় নথি এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন।
advertisement
advertisement
advertisement