Morbi bridge tragedy: আসছেন প্রধানমন্ত্রী, এক রাতেই মোরবির সেই হাসপাতালের ভোল বদল! কটাক্ষ আপ- কংগ্রেসের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি ঝা চকচকে করে দেওয়া হল হাসপাতালের জরাজীর্ণ চেহারা৷ রাতভর রং করে, নোংরা- আবর্জনা সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য সাজিয়ে গুছিয়ে তোলা হল হাসপাতালকে৷
#আমেদাবাদ: মোরবিতে সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৫ জন৷ তাঁদেরকে দেখতেই হাসপাতালে আজ মোরবির সরকারি হাসপাতালে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷
আর প্রধানমন্ত্রী আসার আগে রাতারাতি ঝা চকচকে করে দেওয়া হল হাসপাতালের জরাজীর্ণ চেহারা৷ রাতভর রং করে, নোংরা- আবর্জনা সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য সাজিয়ে গুছিয়ে তোলা হল হাসপাতালকে৷ যে হাসপাতাল চত্বরের পরিবেশ এখনও প্রিয়জনদের হারানোর কান্নায় ভারী হয়ে রয়েছে৷ অনেক দেহের শনাক্তকরণ প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি৷
এই অবস্থায় কেন প্রধানমন্ত্রীর সফরের আগে হাসপাতালের ভোলবদলের চেষ্টা করা হল, তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি৷ সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন৷ মোরবির ব্রিজ বিপর্যয়ের ঘটনায় এমনিতেই মারাত্মক চাপে ভূপেন্দ্র পটেল সরকার৷
advertisement
advertisement
Morbi Civil Hospital में रातों रात रंग-पुताई की जा रही है ताकि कल PM Modi के Photoshoot में घटिया बिल्डिंग की पोल ना खुल जाए
141 लोग मर चुके हैं, सैकड़ों लोग लापता हैं, असली दोषियों पर कोई कार्रवाई नहीं हुई लेकिन भाजपाइयों को फोटोशूट करके लीपापोती की पड़ी है..#BJPCheatsGujarat pic.twitter.com/KVDLdblD6C — AAP (@AamAadmiParty) October 31, 2022
advertisement
তার উপর নরেন্দ্র মোদির জন্য হাসপাতালের এই ভোল বদলের চেষ্টাকেও হাতিয়ার করে বিজেপি-কে আরও চাপে ফেলার চেষ্টা করছে দুই বিরোধী দল৷ রাত জেগে হাসপাতাল সাফ সুতরো করার যে কাজ চলেছে, তার ছবি এবং ভিডিও ট্যুইট করেছে কংগ্রেস এবং আপ৷
advertisement
আপ-এর ট্যুইটারে লেখা হয়েছে, 'মোরবি সিভিল হাসপাতালে রাতারাতি রং, পুট্টি করার কাজ চলছে৷ যাতে আগামিকাল প্রধানমন্ত্রী মোদির ফোটোশ্যুটের সময় হাসপাতাল ভবনের বেহাল দশা সামনে চলে না আসে৷ ১৪১ জনের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ, আসল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না৷ অথচ বিজেপি নেতারা মানুষের চোখে ধুলো দিয়ে ফোটোশ্যুট করতে ব্যস্ত৷'
advertisement
त्रासदी का इवेंट कल PM मोदी मोरबी के सिविल अस्पताल जाएंगे। उससे पहले वहां रंगाई-पुताई का काम चल रहा है। चमचमाती टाइल्स लगाई जा रही हैं। PM मोदी की तस्वीर में कोई कमी न रहे, इसका सारा प्रबंध हो रहा है। इन्हें शर्म नहीं आती! इतने लोग मर गए और ये इवेंटबाजी में लगे हैं। pic.twitter.com/MHYAUsfaoC
— Congress (@INCIndia) October 31, 2022
advertisement
হাসপাতালে রং সাফাইয়ের কাজের একাধিক ছবি দিয়ে ট্যুইট করেছে কংগ্রেসও৷ তারা লিখেছে,'আগামিকাল প্রধানমন্ত্রী মোদি মোরবি সিভিল হাসপাতালে আসবেন৷ তার আগে রং- পুট্টির কাজ চলছে৷ চকমকে টাইলস বসানো হয়েছে৷ প্রধানমন্ত্রীর ছবি তুলতে যাতে কোনও সমস্যা না হয়, তার সব ব্যবস্থা করা হয়েছে৷ এদের লজ্জাও নেই৷ এত মানুষের মৃত্যুর পরেও এরা ইভেন্টবাজি করতে ব্যস্ত৷'
advertisement
যে কর্মীরা হাসপাতালে কাজ করছেন, তাঁদের মধ্যে কয়েকজন 'ইন্ডিয়া টুডে'-কে জানিয়েছেন, তাঁদেরকে কাজ করার জন্য রাজকোট থেকে নিয়ে আসা হয়েছে৷ হাসাপাতালে গিয়েও দেখা যায়, গোটা হাসপাতাল চত্বর সাফ সাফাই এবং মেরামতি কাজ নিয়ে সরগরম রয়েছে৷ নতুন ওয়াটার কুলার, নতুন বেড সবই নিয়ে আসা হয়েছে৷ সবকিছু দেখে কে বলবে, মাত্র কিছু ঘণ্টা আগে এই হাসপাতালেই নিয়ে আসা হচ্ছিল একের পর এক মৃতদেহ এবং ব্রিজ ভেঙে আহত মানুষকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 10:11 AM IST