Heavy Rainfall Alert in Arunachal Assam Meghalaya: বর্ষা আসবে কবে? আপাতত স্বস্তির সম্ভাবনা নেই ভারতের এই রাজ্যগুলিতে

Last Updated:

Monsoon 2022: ১০-১১ জুন অরুণাচল প্রদেশে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে অসম ও মেঘালয়ে বিচ্ছিন্ন কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টিপাতের (২০৪.৫ মিমি-এর বেশি) সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।

Monsoon 2022
Monsoon 2022
#নয়াদিল্লি: কথা ছিল সময়ের আগেই এবার ঢুকে যাবে বর্ষা! কিন্তু আপাতত আশার খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতর। দিল্লি-এনসিআর এবং উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহের শেষের দিকে কিছুটা কমবে ঠিকই তবে ১৫ জুন পর্যন্ত কোনও বড় স্বস্তির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তবে ১০-১১ জুন অরুণাচল প্রদেশে এবং পরবর্তী পাঁচ দিনের মধ্যে অসম ও মেঘালয়ে বিচ্ছিন্ন কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টিপাতের (২০৪.৫ মিমি-এর বেশি) সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। আইএমডির সিনিয়র বিজ্ঞানী আর কে জেনামানি বলেন, “বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই। গরম এবং শুষ্ক পশ্চিমী বাতাসের আক্রমণের গত ২ জুন থেকেই জেরবার উত্তর-পশ্চিম এবং মধ্য ভারত।
“চলমান তাপপ্রবাহের মাত্রা এপ্রিলের শেষ এবং মে মাসের তুলনায় কম তীব্র, তবে প্রভাবের ক্ষেত্র প্রায় সমান,” বলেন তিনি৷ ১২ জুন থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশায় প্রাক-মৌসুমী বায়ুর প্রভাবের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে ১৫ জুন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই রইবে, জানিয়েছে আইএমডির এই কর্মকর্তা।“দিল্লি-এনসিআর সহ উত্তর-পশ্চিম ভারতের অংশগুলি ১১-১২ জুন সামান্য স্বস্তি পেতে পারে। সপ্তাহান্তে মেঘলা আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৫ জুন পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে,” বলেন তিনি।
advertisement
advertisement
১৬ জুনের পর থেকে আর্দ্রতা ভরা পূর্বদিকের বাতাসের কারণে এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে যা তাপমাত্রা কমিয়ে স্বস্তি দেবে বলে আশা আবহাওয়া দফতরের। বর্ষা দিল্লি-এনসিআর এবং উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য অংশে স্বাভাবিক সময়েই পৌঁছবে কী না জিজ্ঞাসা করা হলে জেনামনি জানান, এত দ্রুত কিছু বলা সম্ভব না। গত বছর, আইএমডির পূর্বাভাস ছিল বর্ষা স্বাভাবিক সময়ের (২৭ জুন) প্রায় দুই সপ্তাহ আগে দিল্লিতে পৌঁছবে। বর্ষা এসেছিল ১৩ জুলাই, গত ১৯ বছরে সবচেয়ে বিলম্বিত আগমন ছিল বর্ষার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heavy Rainfall Alert in Arunachal Assam Meghalaya: বর্ষা আসবে কবে? আপাতত স্বস্তির সম্ভাবনা নেই ভারতের এই রাজ্যগুলিতে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement