Home /News /national /
‘ইয়েস ব্যাঙ্কে গ্রাহকদের অর্থ সুরক্ষিত’, রিজার্ভ ব্যাঙ্কের পর এবার আশ্বাস অর্থমন্ত্রীর

‘ইয়েস ব্যাঙ্কে গ্রাহকদের অর্থ সুরক্ষিত’, রিজার্ভ ব্যাঙ্কের পর এবার আশ্বাস অর্থমন্ত্রীর

রিজার্ভ ব্যাঙ্কের পর এবার আশ্বাস অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ আমানতকারীদের কথা ভেবেই ইয়েস ব্যাঙ্ক নিয়ে এই সিদ্ধান্ত ৷

 • Share this:

  #মুম্বই: রিজার্ভ ব্যাঙ্কের পর এবার আশ্বাস অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ সবার টাকা সুরক্ষিত ৷ আমানতকারীদের কথা ভেবেই ইয়েস ব্যাঙ্ক নিয়ে এই সিদ্ধান্ত ৷

  নগদ সঙ্কটে ভুগছে ইয়েস ব্যাঙ্ক ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে RBI ৷ তাতে জানানো হয়, ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। শুধুমাত্র বিয়ে, অসুস্থতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাড়। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ অনুমতি লাগবে। আরবিআইয়ের এই নির্দেশিকার পর গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি। সকাল থেকে টাকা তোলার জন্য লম্বা লাইন ব্যাঙ্কের বিভিন্ন শাখায়। আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই। আশ্বাস দেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ৷ এই বিষয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মলা সীতারমন বলেন, ‘আরবিআই গর্ভনর আশ্বস্ত করেছেন এই সমস্যা শীঘ্রই মিটে যাবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে কেন্দ্রও এই ব্যাপারটি দেখছে ৷ আমি নিজে গত দু’মাস ধরে নিজে এই পরিস্থিতির উপর নজর রাখছি ৷’ এই প্রসঙ্গেও সেদিন বিরোধীদের বিঁধে অর্থমন্ত্রী বলেন, ‘বিরোধীদের জন্যই অর্থনীতি বেহাল ৷ ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা সুরক্ষিত ৷ আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই ৷’
  Published by:Elina Datta
  First published:

  Tags: Indian Bank, Nirmala Sitharaman, Yes Bank, Yes Bank Woes

  পরবর্তী খবর