Mohan Bhagwat: ভারতে কোনও হিটলারের শাসন চলবে না! কাকে বার্তা দিলেন মোহন ভাগবৎ, শুরু জল্পনা

Last Updated:

ভাগবৎ দাবি করেন, ভারতীয় জাতীয়তাবাদের ধারণা অন্যান্য দেশের থেকে আলাদা৷


আরএসএস প্রধাান মোহন ভাগবৎ৷
আরএসএস প্রধাান মোহন ভাগবৎ৷
#নয়দিল্লি: ভারতের জাতীয়তাবাদ সবসময়ই অন্যকে আপন করে নেওয়ার কথা বলে৷ কখনও ভারত অন্য কোনও দেশের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে না৷ তাই ভারতে কোনও হিটলরের শাসন চলতে পারে না৷ শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবৎ৷
শুক্রবার দিল্লিতে সংকল্প ফাউন্ডেশন আয়োজিত প্রাক্তন আমলাদের নিয়ে একটি সম্মেলনে এই মন্তব্য করেন ভাগবৎ৷ তিনি বলেন, 'আমাদের জাতীয়তাবাদ কখনওই অন্য দেশের কাছে বিপদের কারণ হয়ে ওঠেনি৷
advertisement
এটাই আমাদের চরিত্র৷ আমাদের জাতীয়তাবাদ বসুধৈব কুটুম্বকমের কথা বলে৷ যার অর্থ, গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে ভাবতে শেখা৷ এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে দেওয়া৷ ফলে ভারতে কোনও হিটলার থাকতে পারেন না৷ যদি সেরকম কেউ থাকেন, তাহলে মানুষই তাঁকে টেনে নামাবেন৷'
advertisement
ভাগবৎ দাবি করেন, ভারতীয় জাতীয়তাবাদের ধারণা অন্যান্য দেশের থেকে আলাদা৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই জাতীয়তাবাদ ধর্ম অথবা সংশ্লিষ্ট দেশের মানুষের স্বার্থ নির্ভর হয়৷ আরএসএস প্রধান মনে করিয়ে দিয়েছেন, প্রাচীন কাল থেকেই ভারতীয় জাতীয়তাবাদ বৈচিত্রকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে৷
advertisement
তিনি বলেন, 'প্রাচীন কাল থেকেই আমাদের কাছে ভগবানকে বিভিন্ন রূপে আরাধনা করা এবং বিভিন্ন ভাষায় কথা বলাটা স্বাভাবিক৷ আমাদের দেশের মাটি শুধুমাত্র মানুষকে খাবার এবং জলই দেয় না, বরং মূল্যবোধের শিক্ষাও দেয়৷ সেই কারণেই আমরা একে ভারত মাতা বলি৷'
সঙ্কল্প ফাউন্ডেশন আরএসএস-এর অধীনে থাকা একটি প্রতিষ্ঠান৷ ইউপিএসসি পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয় তারা৷ ফলে সেরকম একটি অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধানের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat: ভারতে কোনও হিটলারের শাসন চলবে না! কাকে বার্তা দিলেন মোহন ভাগবৎ, শুরু জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement