Amit Shah attacks Nitish Kumar: প্রধানমন্ত্রী হওয়ার বাসনা থেকেই বিশ্বাসঘাতকতা নীতীশের, বিহারে গিয়ে আক্রমণ শাহের

Last Updated:

গত মাসেই বিজেপি-র সঙ্গে জোট ভেঙে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরেছিলেন নীতীশ৷

নীতীশকে আক্রমণ অমিত শাহের৷
নীতীশকে আক্রমণ অমিত শাহের৷
#কলকাতা: জেডিইউ-কে বাদ দিয়েই বিহারে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি৷ এ দিন পূর্ণিয়ায় একটি জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সভা থেকেই বিহারের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করেন তিনি৷ অমিত শাহের অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার লোভেই বিজেপি-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ৷
গত মাসেই বিজেপি-র সঙ্গে জোট ভেঙে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরেছিলেন নীতীশ৷ তার পর এই প্রথম বিহারে পা রাখলেন শাহ৷ দু' দিনের বিহার সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ নীতীশকে বাদ দিয়ে ২০২৪-এ বিহারে বিজেপি-র সামনে লড়াই অনেক কঠিন৷ তাই সময় থাকতেই আসরে নেমে পড়ল পদ্ম শিবির৷
এ দিন পূর্ণিয়ায় অমিত শাহ যে সভায় ভাষণ দেন, তার নাম দেওয়া হয়েছিল জন ভাবনা মহাসভা৷ জেডিইউ-এর সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম বিহারে বড় মাপের কোনও সভা করল বিজেপি৷
advertisement
advertisement
নীতীশকে কড়া আক্রমণ করে অমিত শাহ বলেন, 'বিধানসভা নির্বাচনে বিজেপি যা আসন পেয়েছিল, নীতীশ কুমারের দল তার অর্ধেক আসনে জয়ী হয়েছিল৷ তবু মোদিজি নীতীশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী হতে অনুমতি দিয়েছিলেন৷ কারণ তিনি বিহারবাসীকে কথা দিয়েছিলেন যে বিহারে এনডিএ জোট নীতীশ কুমারের নেতৃত্বে কাজ করবে৷ তা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকা করলেন৷ প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা থেকেই তিনি কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন৷'
advertisement
প্রাক্তন জোট সঙ্গীকে বিঁধে শাহ আরও বলেন, 'নীতীশ কুমারের একটাই উদ্দেশ্য৷ যে কোনও মূল্যে ক্ষমতায় টিকে থাকা৷ কিন্তু এবার বিহারবাসীর সামনে তাঁর মুখোশ খুলে গিয়েছে৷ তাঁরা আর তাঁকে সুযোগ দেবেন না৷'
বিহারের জন্য কেন্দ্রীয় সরকার নতুন বিমানবন্দর সহ কী কী প্রকল্প হাতে নিয়েছে, তাঁর বিস্তারিত তথ্যও তুলে ধরেন অমিত শাহ৷ সভার পরে বিহারের সাংসদ, বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে কিসানগঞ্জে বৈঠক করেন অমিত শাহ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah attacks Nitish Kumar: প্রধানমন্ত্রী হওয়ার বাসনা থেকেই বিশ্বাসঘাতকতা নীতীশের, বিহারে গিয়ে আক্রমণ শাহের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement