মার্কিন সফর শেষ, দেশে ফিরছেন মোদি

পাঁচ দিনের মার্কিন সফর শেষ। দেশে ফিরছেন নরেন্দ্র মোদি। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে তাঁর বিমান।

  • Last Updated :
  • Share this:

    #নিউ ইয়র্ক: পাঁচ দিনের মার্কিন সফর শেষ। দেশে ফিরছেন নরেন্দ্র মোদি। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে তাঁর বিমান। গত ২২ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে আমেরিকা উড়ে যান তিন। গত পাঁচ দিনের মার্কিন সফরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাকাপাকি জায়গা পাওয়ার দাবি থেকে শুরু করে মার্কিন উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করেছেন নমো। গিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফেসবুক, গুগলের সদর দফতরে। মার্কিন নিবাসী ভারতীয়দের সামনে বক্তব্যদান থেকে শুরু করে শান্তিরক্ষা অভিযান সংক্রান্ত সম্মেলনও করেছেন মোদি।

    First published:

    Tags: Narendra Modi, New York