মার্কিন সফর শেষ, দেশে ফিরছেন মোদি
Last Updated:
পাঁচ দিনের মার্কিন সফর শেষ। দেশে ফিরছেন নরেন্দ্র মোদি। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে তাঁর বিমান।
#নিউ ইয়র্ক: পাঁচ দিনের মার্কিন সফর শেষ। দেশে ফিরছেন নরেন্দ্র মোদি। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছে তাঁর বিমান। গত ২২ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে আমেরিকা উড়ে যান তিন। গত পাঁচ দিনের মার্কিন সফরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাকাপাকি জায়গা পাওয়ার দাবি থেকে শুরু করে মার্কিন উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করেছেন নমো। গিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফেসবুক, গুগলের সদর দফতরে। মার্কিন নিবাসী ভারতীয়দের সামনে বক্তব্যদান থেকে শুরু করে শান্তিরক্ষা অভিযান সংক্রান্ত সম্মেলনও করেছেন মোদি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2015 11:01 AM IST