মালদহে পৌঁছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করলেন মোদি! ট্রেন পাড়ি দিল কামাখ্যায়
- Published by:Tias Banerjee
Last Updated:
PM Modi in West Bengal, Howrah–Guwahati Sleeper Vande Bharat Inauguration: মালদা টাউন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপস্থিত ছিলেন অশ্বিনী বৈষ্ণব।
মালদায় পৌঁছেই ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে এই বিশেষ ট্রেনের যাত্রার সূচনা হয়। পতাকা নেড়ে ট্রেন রওনা হওয়ার পর কিছুক্ষণ ট্রেনের ভিতরেই কাটান প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, বন্দে ভারত স্লিপার ট্রেনের একাধিক কোচে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই ট্রেনে থাকা স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। পড়াশোনা, যাত্রার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিশুদের সঙ্গে গল্প করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
#WATCH | Malda, West Bengal: PM Narendra Modi interacts with students, loco pilots as he arrives to flag off India’s first Vande Bharat Sleeper Train between Howrah and Guwahati (Kamakhya)
(Source: DD) pic.twitter.com/PN84XrhN9P
— ANI (@ANI) January 17, 2026
advertisement
advertisement

PM Modi in West Bengal Howrah–Guwahati Sleeper Vande Bharat Inauguration
advertisement
ট্রেন ছাড়ার পর প্ল্যাটফর্মে নেমে লোকো পাইলটের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। ট্রেন পরিচালনা, নতুন স্লিপার পরিষেবার প্রযুক্তিগত দিক এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, বন্দে ভারত স্লিপার ট্রেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগে নতুন দিগন্ত খুলে দেবে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই পরিষেবার মাধ্যমে রাতের দীর্ঘ দূরত্বের যাত্রা আরও আরামদায়ক, দ্রুত ও নিরাপদ হবে। রেলমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গকে একাধিক নতুন ট্রেন পরিষেবা উপহার দিচ্ছে কেন্দ্র, যার মধ্যে অমৃত ভারত এক্সপ্রেসের নতুন রুটগুলিও রয়েছে।
advertisement
মালদা সফরের পর প্রধানমন্ত্রী রাজ্যে একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
রেলমন্ত্রকের দাবি, হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে বন্দে ভারত স্লিপার চালু হওয়ায় যাত্রার সময় উল্লেখযোগ্য ভাবে কমবে এবং ধর্মীয় পর্যটন ও বাণিজ্যিক যাতায়াতও বাড়বে।
advertisement
হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে বন্দে ভারত স্লিপার চালু হওয়াকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রেলমন্ত্রক। এই ট্রেন চালুর ফলে দীর্ঘ দূরত্বের রাতের যাত্রা আরও দ্রুত, সুরক্ষিত ও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রাজ্যে দু’দিনের সফরে এসে প্রধানমন্ত্রী মোট ৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল, সড়ক ও পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও সূচনা করবেন। পাশাপাশি ভার্চুয়ালি গুয়াহাটি–হাওড়া রিটার্ন বন্দে ভারত স্লিপার পরিষেবারও সূচনা করবেন তিনি।
advertisement
ভারতীয় রেলের ক্ষেত্রে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়াকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে রেলমন্ত্রক। এই ট্রেন চালুর ফলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রাতের দীর্ঘ দূরত্বের যাত্রায় প্রিমিয়াম পরিষেবা মিলবে বলে দাবি করা হয়েছে।
১৬ কোচের এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের অধীনে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হবে। ট্রেনে থাকছে ১১টি এসি থ্রি-টিয়ার কোচ, চারটি এসি টু-টিয়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ। আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের আরও আরামদায়ক রাতের যাত্রার অভিজ্ঞতা দেওয়াই এই পরিষেবার লক্ষ্য বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 1:55 PM IST








