মোদির নিশানায় কংগ্রেস, মন-কি -বাত অনুষ্ঠানে জরুরি অবস্থাকে ‘কালাদিবস’ বলে কটাক্ষ

Last Updated:

জরুরি অবস্থার কথা টেনে এনে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে আসে ১৯৭৫ জরুরি অবস্থা ঘোষণার কথা।

#নয়াদিল্লি: জরুরি অবস্থার কথা টেনে এনে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে আসে ১৯৭৫ জরুরি অবস্থা ঘোষণার কথা। ২৫ জুন দিনটিকে কালাদিবস হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, যাঁরা গণতন্ত্রকে ভালবাসেন তাঁরা জরুরি অবস্থার কথা কোনওদিনই ভুলবেন না।
তিন দেশে সফরের দ্বিতীয়পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী। সেখান থেকেই সম্প্রচারিত হল মন কি বাত।
১৯৭৫ সালের ২৫ জুন জরুরি অবস্থার ঘোষণা। গত চার দশকেরও বেশি সময় ধরে তা নিয়ে কম আক্রমণ সহ্য করতে হয়নি কংগ্রেসকে। রবিবার, ৩৩-তম মন কি বাত অনুষ্ঠান থেকে ফের একবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বললেন, যাঁরা গণতন্ত্রকে ভালবাসেন তাঁরা জরুরি অবস্থার কথা কোনওদিনই ভুলবেন না।
advertisement
advertisement
সরকারি ক্ষেত্রগুলিতে স্বচ্ছতা আনার কথা শুরু থেকেই বলে আসছে মোদি সরকার। সেই লক্ষ্যেই মার্কেট বা জেম প্রকল্পের সুবিধার কথাও মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
কী এই ই জেম প্রকল্প? সরকারি এই প্রকল্পের মধ্যে কী ধরনের সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?
কী এই ই জেম প্রকল্প?
- ২০১৬ সালের ৬ অগাস্ট E GeM বা গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস প্রকল্পটি চালু করা হয়
advertisement
- সরকারি জায়গায় জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে কার্যকরী এই ওয়েবসাইট
- পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই ওয়েবসাইট
- পুরনো জিনিসপত্রও বিক্রি করা যাবে এই ওয়েবসাইটে
- কেনাবেচার ক্ষেত্রে নিলামের ব্যবস্থা রয়েছে
- লগ ইনের পর ব্যবহার করা যাবে এই ওয়েবসাইট
advertisement
রথযাত্রা ও ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন বৈচিত্রের মধ্যেই ঐক্যের ঐতিহ্যের কথা।
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির নিশানায় কংগ্রেস, মন-কি -বাত অনুষ্ঠানে জরুরি অবস্থাকে ‘কালাদিবস’ বলে কটাক্ষ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement