‘দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয়, নীতিশ কুমারকে ধন্যবাদ’, মুখ্যমন্ত্রী পদে নীতিশের ইস্তফার পর মোদির ট্যুইট

Last Updated:

ভেঙে গেল লালু-নীতীশের মহাজোট ৷ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার ৷

#নয়াদিল্লি: ভেঙে গেল লালু-নীতীশের মহাজোট ৷ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার ৷ বুধবার সন্ধেয় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৷ উপমুখ্যমন্ত্রী পদে লালু-পুত্র তেজস্বীর পদত্যাগ নিয়ে মতবিরোধের জেরেই নীতিশ কুমারের এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ দুর্নীতি ইস্যুতে নাম জড়ানোয় পদত্যাগ নিয়ে জেডিইউ-এর তরফে তেজস্বীর ইস্তফার আওয়াজও ওঠে ৷
তবে এই বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী পদে নীতিশের ইস্তাফার পর ট্যুইটে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইট করে নীতিশকে শুভেচ্ছাও জানান তিনি ৷
ট্যুইট করে মোদি জানান, ‘দুর্নীতি বিরোধী লড়াইয়ে যুক্ত হওয়ায় ৷ নীতীশ কুমারকে অনেক ধন্যবাদ ৷ অসংখ্য মানুষ এই কাজকে সমর্থন করছেন ৷ রাজনৈতিক মতপার্থক্যের উপরে উঠে ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে ৷ এটাই সময়ের দাবি ৷ দেশে বিশেষত বিহারে উজ্জ্বল ভবিষ্যৎ ৷ উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই ৷ লড়াইয়ে সামিলের জন্য নীতীশ কুমারকে অভিনন্দন ৷ ’
advertisement
advertisement
modi
বুধবার সাংবাদিক বৈঠকে তেজস্বীর ইস্তফার জল্পনা ও দাবি খারিজ করে দেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ পাল্টা মন্তব্য করেন, নীতিশকে আমি মুখ্যমন্ত্রী বানিয়েছি ৷ নীতিশ সরকারের শরিক দল আরজেডি সুপ্রিমো লালুর আপত্তিতেই তেজস্বীকে সরাতে পারছিলেন না নীতিশ ৷
লালুর পটনার বাড়িতে সিবিআই হানার পরই লালু নীতিশ জোট নিয়ে জল্পনা ওঠে ৷ রাষ্ট্রপতি পদে প্রার্থী সমর্থন নিয়ে দেখা দেয় লালু ও নীতিশের মতান্তর ৷ সব মিলিয়ে মত বিরোধের জেরেই ভাঙল নীতিশ-লালুর গাঁটছড়া ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোয়, নীতিশ কুমারকে ধন্যবাদ’, মুখ্যমন্ত্রী পদে নীতিশের ইস্তফার পর মোদির ট্যুইট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement