Mobile Snatching From Running Train: চলন্ত ট্রেন থেকে ছো মেরে যাত্রীর ফোন কাড়ল চোর, ভিডিও দেখে সতর্ক হতে পারেন

Last Updated:

Mobile Snatching From Running Train: ট্রেনের দরজায় বসে মনের আনন্দে ফোনে গান শুনছিলেন যাত্রী। এক সেকেন্ডে ফোন হাওয়া।

#বেগুসরাই: ভারতে খুব কমসংখ্যক মানুষই আছেন, যাঁরা কখনও ট্রেনে সফর করেননি। আর ট্রেনে সফর করে বহু মানুষ জিনিসপত্র হারিয়েছেন। কেউ হারিয়েছেন ব্যাগ, কেউ অন্য কিছু। তবে এখন ট্রেনে মোবাইল ফোন চুরি যেন আকছার ঘটছে। তা সে লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার।
সম্প্রতি একটি ফোন ছিনতাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিহারের ঘটনা, বেগুসরাই স্টেশনের কাছাকাছি অঞ্চলে এক যাত্রীর ফোন ছিনতাই হয়েছে চলন্ত ট্রেন থেকে।
সেই যাত্রী ট্রেনের দরজায় বসেছিলেন। ওই ব্যক্তি কানে হেডফোন লাগিয়ে দারুণ মজা করে গান শুনছিলেন। এর পর চলন্ত ট্রেন থেকেই তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয় এক চোর। এত দ্রুত গোটা ঘটনা ঘটে যায় যে সেই যাত্রী অবাক হয়ে যান প্রথমে। এই ঘটনার পুরো ভিডিও ক্যামেরায় তুলে রেখেছেন আরেক যাত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন- রেলের ওয়াইফাই থেকে দেদার পর্ন ডাউনলোড! কোন স্টেশন সব থেকে এগিয়ে, জানেন?
ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগির গেটে বসে আছেন দুজন যাত্রী। এক যুবক নিজর মোবাইলে ট্রেন যাত্রার ভিডিও করছিলেন। তাঁর কানে হেডফোন লাগানো ছিল। এর পর হঠাৎ একটি সেতুর রেলিং থেকে ঝুলে থাকা এক ব্যক্তি গেটে বসে থাকা যাত্রীর ফোন ছিনিয়ে নেয়। এমনকি যার ফোন ছিনতাই করা হয়েছে তার ব্যাপারটা বুঝতে সময় লাগে। পরে তিনি বুঝতে পারেন, তাঁর ফোন ছিনতাই করা হয়েছে।
advertisement
চোর এত দ্রুত এই কাজটি করে যে তার চুরি দেখার জন্য ভিডিওটি করা হয়েছে স্লো মোশনে। কীভাবে চলন্ত ট্রেন থেকে এত দ্রুত ফোন চুরি হল! চোর এত নিখুঁতভাবে ফোনটি তুলে নেয় যে অনেকেই অবাক। এমন ভিডিও যে দেখবে সে-ই অবাক হয়ে যাবে। চোরের হাতের কাজ দেখে অনেকেই তাজ্জব হয়ে গেলেন।
advertisement
advertisement
এই ভিডিও থেকে অনেকেই শিক্ষা নেবেন। কারণ অনেক সময় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন অনেকেই হয়েছেন হয়তো। ট্রেনে ফোন চুরির ঘটনা এখন অনেকটাই বেড়েছে। ফলে ট্রেন সফরের সময় বাড়তি সতর্ক থাকাই কাম্য।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mobile Snatching From Running Train: চলন্ত ট্রেন থেকে ছো মেরে যাত্রীর ফোন কাড়ল চোর, ভিডিও দেখে সতর্ক হতে পারেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement