MK Stalin Covid Positive: করোনা আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন, ভর্তি হাসপাতালে

Last Updated:

বৃহস্পতিবার পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

#তামিলনাড়ু: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। ২ দিন আগে ১২ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আজ, বৃহস্পতিবার পরবর্তী চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিচ আসার পর স্তালিন সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানান, '' বেশকিছুদিন ধরেই খুব ক্লান্ত লাগছিল। কোভিড পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে, নিজেকে আইসোলেশনে রেখেছিল'' তিনি আরও লেখেন, '' সবাই মাস্ক পরুন, ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন।''
advertisement
advertisement
বিগত কয়েকদিনে ফের মাথাচারা দিয়ে উঠেছে করোনা। ভারতে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা বেশ ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ মাসে প্রথম এত বেশি। গতকাল দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৬ জন। বুধবারের তুলনায় যা ১৯ শতাংশ বেশি। কিন্তু সেই সংখ্যা আজ অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও মৃত্যুর সংখ্যা কমেছে এক দিনে। বৃহস্পতিবার জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার যা ছিল ৪৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩৬ হাজার ৭৬। যার ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৯। মন্ত্রকের তথ্য অনুযায়ী, সুস্থ হওয়ার হার ৯৮.৪৯ শতাংশ।
বাংলা খবর/ খবর/দেশ/
MK Stalin Covid Positive: করোনা আক্রান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন, ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement