BJP: বিজেপি দলের হারের না জানা রহস্য ফাঁস হচ্ছে ক্রমশ, কী বললেন জয়প্রকাশ?

Last Updated:

BJP: বিজেপি দলটা বিধানসভা নির্বাচনের আগে থেকে তৎকাল বিজেপির হাতে চলে গেছে। আদি বিজেপির কোনো গুরুত্ব নেই দলে। দলের সাংসদেরা তাদের আত্মীয়দের তৃণমূল যোগ করিয়ে দিচ্ছে। দলের হয়ে লড়াইয়ের ময়দানে কেউ নেই। দাবী বর্ষীয়ান বিজেপি নেতাদের।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা 'আমি বিজেপি (BJP) থেকে বরখাস্ত হওয়া নেতা '।এটাই আমার বর্তমান পরিচয়।বললেন প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয়প্রকাশ মজুমদার। তবে পাশে নিজের ব্যবহারের কম্পিউটারের স্ক্রিনে রয়েছে নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ছবি। সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছবিও রয়েছে। তাহলে ? সোজা কথা, তিনি বিজেপি ত্যাগ করেননি।
আজ রাজ্যে চার পৌরনিগম নির্বাচনের ফলাফলে বিজেপির ভরা ডুবি নিয়ে সমালোচনা করেন জয়প্রকাশ । তিনি জানান, বাংলায় বিজেপি চালাচ্ছে 'তৎকাল ' বিজেপি কর্মীরা। নাম না করে তিনি অর্জুন সিংকে বিঁধতেও ছাড়েননি। তাঁর কথায়, এই 'তৎকাল'রা একেবারেই 'অনভিজ্ঞ'।  জয়প্রকাশ বলেন, "২০১৮ সাল থেকে সারা রাজ্যে ৪৫০ জন ছেলে মেয়ে দলের বিস্তারক হিসাবে কাজ করেছিল। যাদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। ওই বিস্তারকরা রাজ্যে প্রায় ৭৩ হাজার বুথে বুথ কমিটি তৈরি করেছিল। যার ওপর ভর করে ২০১৯ সালে লোকসভায় বিজেপি ১৮ টি আসন লাভ করেছিল।তারপর থেকেই বিজেপির মধ্যে একটা জোয়ার এসেছিল।  সে সময়,ওই বিস্তারকদের শুধু খাওয়া ও যাতায়াত ভাড়া দিতে দল।"
advertisement
advertisement
২০২১ সালের বিধান সভা নির্বাচনের এক মাস আগে, বিজেপির অমিতাভ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পরই ওদের ,' চাকরদের আমার দরকার নেই ' বলে তাড়িয়ে দিয়েছিলেন, এমনটাই দাবি জয়প্রকাশের।   যার ফলে বুথ স্তরের সংযোগ থেকে দল ছিটকে গিয়েছিল। তারই ফল পেতে হয়েছিল ২০২১এর নির্বাচনে। পরবর্তী নির্বাচনে বিজেপির পর পর পতন হয়েছে বৈ উন্নতি হয়নি।
advertisement
জয়প্রকাশ বলেন, বিজেপি দলটা এখন টুইটার,হাইকোর্ট ও রাজভবন নিয়ে চলছে, যাদের সাধারণ কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই ভাবে চলতে থাকলে,আগামীদিনে দলটা এই রাজ্যে একেবারেই হাতেগোনা হয়ে পড়বে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: বিজেপি দলের হারের না জানা রহস্য ফাঁস হচ্ছে ক্রমশ, কী বললেন জয়প্রকাশ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement