তাঁর সব কথাই ভুলভাল অথবা মিথ্যে, রাহুল গান্ধিকে নকল ল্যাপটপের সঙ্গে তুলনা করলেন মন্ত্রী
Last Updated:
#রাঁচি: এবার কংগ্রেস প্রধান রাহুল গান্ধিকে জালি ল্যাপটপের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। পাইরেটেড কম্পিউটারে যেমন ভুল তথ্য ঠাসা থাকে, ঠিক তেমনভাবেই রাহুল যা বলেন সবকিছুই মিথ্যে ও ভ্রান্ত ।
এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী মহাজোটকেও একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী । তিনি জানিয়েছেন এই জোট একদম বেলুনের মতই ক্ষণস্থায়ী ও কিছু সময় পরেই ফেটে যাবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ভয় পাচ্ছে বিরোধী দলগুলি ও সেই জন্যই তাঁরা নিজেদের জাহির করছে । তবে এসব করে কোনও লাভই হবে না কারণ ২০১৯-এ ক্ষমতায় ফিরবে মোদি সরকার, মন্তব্য করেছেন নাকভি ।
advertisement
advertisement
গত ৪ বছরে ভারতের সার্বিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ৪ শতাংশ ও এই উন্নতি ঘটিয়েছেন মোদিই,জানান নকভি । নকভির বক্তব্য বিরোধী দলগুলির কোনও যোগ্যতাই নেই ক্ষমতার আসনে বসার ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2018 10:54 AM IST