Maharashtra: বদলাপুরের পর জলগাঁও, মহারাষ্ট্রে ফের নাবালিকাকে ধর্ষণ করে পাথর ছুড়ে খুন! এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
minor girl death in maharashtra- চোপড়া থানার আধিকারিক মধুকর সাল্ভে জানিয়েছেন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে তিনি বলেন, " এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে পাথর ছুড়ে খুনের অভিযোগ সামনে এসেছে। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি।"
জলগাঁও: বদলাপুরের আবহেই ফের খবরের শিরোনামে উঠে এল মহারাষ্ট্র। এবারে ১৩ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করে পাথর ছুড়ে হত্যা করল এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, গত ৯ই সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও জেলাতে।
সূত্রের খবর, ওইদিন অভিযুক্ত নাবালিকার একা থাকার সুযোগ নিয়ে তাঁর বাড়ি ঢোকে। ওই কিশোরীকে বাড়ির বাইরে এনে ধর্ষণ করে খুন করে ওই ব্যক্তি। জলগাঁও-এর চোপড়া শহরে এই ঘটনা ঘটায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
চোপড়া থানার আধিকারিক মধুকর সাল্ভে জানিয়েছেন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ” এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে পাথর ছুড়ে খুনের অভিযোগ সামনে এসেছে। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি।”
advertisement
advertisement
এই ঘটনার প্রতিবাদে জলগাঁও-এর রাস্তায় পথে নামেন প্রতিবাদী মানুষ। অভিযুক্তের কঠিন শাস্তির দাবিতে বিশাল সংখ্যক মহিলা বিক্ষোভ দেখান, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে নির্যাতিতার দোষীর শাস্তির দাবি জানান তাঁরা।
advertisement
ঠিক এক মাস আগে অগাস্টের ১১ এবং ১২ তারিখে ওই রাজ্যেরই বদলাপূরে দুই কিশোরীর স্কুলের মধ্যে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই অভিযোগ সামনে আসতেই উত্তাল হয় বদলাপুর। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। পুলিশ এফআইআর নিতেও দেরি করে বলে অভিযোগ ওঠে। ২০ অগাস্ট গোটা শহরজুড়ে বনধ ডাকা হয়। সেই আবহেই ফের এক নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 09, 2024 10:56 AM IST