Bihar News: বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের ভাগ্নিকে ধর্ষণ! জোড় করে গর্ভপাত, ছাপরার ঘটনায় চাঞ্চল্য
- Published by:Anulekha Kar
Last Updated:
বিহারে মর্মান্তিক ঘটনা নিজের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা।
বিহার: বিহারে মর্মান্তিক ঘটনা নিজের নাবালিকা ভাগ্নীকে ধর্ষণ করল মামা। ঘটনাটি ঘটেছে সারান জেলার গদখায়। নিজের ৫ বন্ধুকে সঙ্গে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন অভিযুক্ত। নাবালিকা অন্তসত্বা হলে জোড় করে তার গর্ভপাতও করানো হয়। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
ঘটনাটি জানার পর গদখা থানায় অভিযোগ জানায় নাবালিকার মা। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা।
advertisement
মাশরাখ থানা এলাকার গ্রামের বাসিন্দা নির্যাতিতা। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, নাবালিকার মামা পঞ্চদেব সিংহ ও তার ছেলে ধনজয় সিং এবং সতীশ সিংয়ের অনুরোধে মেয়েকে মামা বাড়িতে পাঠান তাঁরা। এই সময় নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মামা ও অপর এক ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এবং পরে কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেয়।
advertisement
ভয়ে কারও কাছে মুখ খোলেনি নাবালিকা। এরপর গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর থানা এলাকার খোমহারিপুরের বাসিন্দা বিকাশ সিং,রমেশ সিং মাশরাখ থানা এলাকার গাঙ্গোলি গ্রামের বাসিন্দা তেজ নারায়ণ সিং দিবাকর সিং নামের ৩ ব্যক্তি জোরপূর্বক ধর্ষণ করে নাবালিকাকে।
advertisement
নির্যাতিতার মা আরও জানায় , ঘটনাটির কথা জানতো অভিযুক্তের স্ত্রী জুলি দেবী। তিনিও নাবালিকাকে মুখ বন্ধ রাখতে বলেন এবং প্রাণনাশেরও হুমকি দেন। এদিকে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক তাকে গর্ভপাতও করানো হয়।
হত্যার উদ্দেশে বেধড়ক মারধরও করা হয় তাকে। খবর পেয়ে স্বামী ও ছেলে প্রিয়াংশু কুমারকে নিয়ে বেলওয়ানিয়ায় পৌঁছে কোনওভাবে মেয়েকে বাড়িতে নিয়ে আসে নাবালিকার মা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 10:34 AM IST