শহিদদের সন্তানের পড়াশুনার সব খরচ বহন করবে কেন্দ্র
Last Updated:
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে । দেশের জন্য বিভিন্ন সময়ে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের সন্তানদের পড়াশুনার জন্য সরকার প্রতি মাসে ১০,০০০ টাকা খরচ করবে ।
#নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের জন্য বিভিন্ন সময়ে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের সন্তানদের পড়াশুনোর জন্য সরকার প্রতি মাসে ১০ হাজার টাকা খরচ করবে।
এই নতুন নিয়মের আওতায় আসছেন সশস্ত্র সেনা বাহিনীর আধিকারিক বা যাঁরা আধিকারিক নন তাঁদের পরিবারও । তাঁদের সন্তানদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার ।
তবে প্রতিরক্ষা মন্ত্রক এও জানিয়েছে সুবিধা তাঁরাই পাবে যাদের সন্তানেরা কেন্দ্রীয়, রাজ্য সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা প্রতিষ্ঠানে কিংবা সৈনিক স্কুলে লেখাপড়া করবে । কিন্তু বেসরকারি স্কুলে যাঁদের সন্তানেরা পড়াশুনা করবে, তারা এই প্রকল্পের আওতায় আসবে না ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2018 5:41 PM IST