'অসহিষ্ণুরা ঘৃণায় অন্ধ,' বিজেপি-কে নিশানা করে অভিজিত্কে ট্যুইট রাহুলের
Last Updated:
ট্যুইটারে অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধির ট্যুইট, 'অসহিষ্ণরা ঘৃণায় অন্ধ৷ ওরা পেশাদারিত্ব বোঝে না৷'
#নয়াদিল্লি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে যখন টার্গেট করছেন একের পর এক বিজেপি নেতা, তখন অভিজিতের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাহুল গান্ধির ট্যুইট, 'অসহিষ্ণরা ঘৃণায় অন্ধ৷ ওরা পেশাদারিত্ব বোঝে না৷'
Dear Mr Banerjee, These bigots are blinded by hatred and have no idea what a professional is. You cannot explain it to them, even if you tried for a decade. Please be certain that millions of Indians are proud of your work. https://t.co/dwJS8QtXvG
— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2019
advertisement
advertisement
রাহুল ট্যুইটারে লেখেন, 'ওদের কিছুতেই বোঝাতে পারবেন না৷ দেশের বহু মানুষ আপনার কাজে গর্বিত৷ ওরা ঘৃণায় অন্ধ৷ পেশাদারিত্ব বোঝে না৷ আপনি দশকের পর দশক ধরে চেষ্টা করলেও, ওদের বোঝাতে পারবেন না৷' নোবেলজয়ের জন্য অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানান রাহুল গান্ধি৷
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি NYAY নামে একটি স্কিমের ঘোষণা করেছিলেন৷ ভোটে কংগ্রেস জিতলে, ওই স্কিম চালু করা হবে বলে জানানো হয়েছিল৷ সেই NYAY স্কিমের কনসেপ্টে তথ্য দিয়ে সাহায্য করেছিলেন অভিজিত্৷ NYAY স্কিমের সাহায্যে, দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে সাহায্য করা হবে বলে জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ অর্থাত্, মাসে মাসে ৬ হাজার টাকা৷ ওই টাকা পরিবারের কোনও একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2019 4:42 PM IST