শিকে ছিঁড়ল লটারিতে, আসানসোলের মিলন এখন কোটিপতি

Last Updated:

সবশেষে, সবদিক বিবেচনা করে মিলনবাবু সিদ্ধান্ত নেন, লটারির টিকিটটি তিনি পুলিশের কাছেই জমা দেবেন। বুধবার তাঁর হাতে এক কোটি টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে

#আসানসোল: লটারিতে 'লুটপাট' নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কিন্তু, তাতে কী! লটারির টিকিট কেটে আবারও কোটিপতি হয়ে গেলেন এই বঙ্গেরই এক বাসিন্দা।
আসানসোলের পলাশডিহার শিবানি পাড়ার বাসিন্দা মিলন দাস। সামান্য কাজকর্ম করে কোনও রকমে সংসার চালান। সংসারে অভাব অভিযোগ প্রায় নিত্যসঙ্গী। এই অবস্থাতেই মুশকিল আসান হয়ে আবির্ভূত হল লটারির টিকিট।
advertisement
গত মঙ্গলবার পাঁচগাছিয়া মোড়ে উত্তম বাউরি নামক এক লটারি বিক্রেতার কাছে ৫০ সেমের একটি লটারি কিনেছিলেন মিলন। রাত ৮টা বাজতেই জ্যাকপট। মিলন জানতে পারলেন, তাঁরই কেনা লটারি নাকি জিতে ফেলেছে এক্কেবারে প্রথম পুরস্কার। অর্থাৎ, তাঁর হাতে এবার পৌঁছে যাবে কড়কড়ে কোটি টাকার নোট।
advertisement
আনন্দে আত্মহারা মিলন প্রথমে তো বুঝেই উঠতে পারছিলেন না কী করবেন, কী না করবেন। মিলনবাবুর পরিবারেও বয়ে যায় খুশির হাওয়া। কিন্তু পুরস্কার জিতলেও, লটারি নিয়ে ঝক্কি তো কম নেই। বিশেষ করে যখন রাজ্যজুড়ে এই লটারি নিয়েই না না সব কাণ্ড খবরে আসছে। তাই সবশেষে, সবদিক বিবেচনা করে মিলনবাবু সিদ্ধান্ত নেন, লটারির টিকিটটি তিনি পুলিশের কাছেই জমা দেবেন। বুধবার তাঁর হাতে এক কোটি টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
লটারি জেতার পরে মিলন বাবু বলেন, "অনেকবারই তো লটারির টিকিট কিনেছি। ভাগ্যে শিকে ছিঁড়ল এই একবারই। এক কোটি টাকা পেলাম।" এই টাকা দিয়ে জমজমাট করে মেয়ের বিয়ে দেবেন। বাড়ির খুবই খারাপ অবস্থা, তা সারাইয়ের কাজে হাত দেবেন। এখন কত কী যে প্ল্যান!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিকে ছিঁড়ল লটারিতে, আসানসোলের মিলন এখন কোটিপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement