প্রধানমন্ত্রী কিষান স্কিমে গ্রামে ফিরে পরিযায়ী শ্রমিকরা পাবেন ৬০০০ টাকা

Last Updated:

জেনে নিন প্রধানমন্ত্রী সম্মান নিধি স্কিমের নিয়ম

#নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন ৷ লকডাউনের শেষ পর্বগুলিকে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ আর তারপর থেকেই দুই রাজ্য নিজেদের মধ্যে সহমত হলে ট্রেনে করে নিজেদের বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ এবার এই শ্রমিকরা নিজেদের গ্রামে ফিরলে প্রধানমন্ত্রীর কিষান স্কিমে ছয় হাজার টাকা করে পাবেন নিজেদের অ্যাকাউন্টে ৷
প্রধানমন্ত্রী কিষান স্কিমে পরিবারের সংজ্ঞা হল একজন স্বামী, একজন স্ত্রী ও তাঁদের ১৮ বছরের কম সন্তানেরা ৷ এছাড়াও কৃষিপত্রে যদি আর কারোর নাম থাকে তাহলে তাঁরাও বছরে ৬০০০ টাকা পাবেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিম দেশের দশ কোটি মানুষের জন্য বিশেষ বড় সমর্থন ৷ এবার এই পরিযায়ী শ্রমিকরাও এই স্কিম থেকেই লাভবান হবেন৷ যাঁরা প্রাপ্তবয়স্ক তাঁদের নাম এই নথিভুক্ত করতে হবে ৷ এটা এগ্রিকালচারাল রেকর্ডে নথিভুক্ত করতে হবে ৷ কারোর নাম যদি ইতিমধ্যেই নথিবদ্ধ হয়ে থাকে তাহলে তাঁরা জয়েন্ট ফ্যামিলি বা সিঙ্গল ফ্যামিলি হিসেবে সুযোগ পাবেন ৷
advertisement
advertisement
ক্যাবিনেট অ্যাগ্রিকালচার স্টেট মন্ত্রী কৈলাশ চৌধরী জানিয়েছেন, যে পরিযায়ী শ্রমিকরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন ৷ তাই তাঁদের এই পরিবর্তিত অবস্থায় শ্রমিকদের নাম রেজিস্ট্রার করানো হবে৷ সরকার পুরো টাকা দেওয়ার জন্য তৈরি ৷ তাঁদের জমি থাকলেই তাঁদের আর কোথাও যেতে হবে না ৷ কৃষকদের জন্য বিশেষ কর্নারে গেলেই তাঁদের রেজিস্ট্রেশনে করা হবে ৷
advertisement
প্রধানমন্ত্রী সম্মান নিধি স্কিমের নিয়ম
নিজের চাষের জমি, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, নিজের আধার নম্বর লাগবেই ৷ যে রাজ্যের তিনি বাসিন্দা তিনি প্রথমে সেই প্রশাসন সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখবে ৷ তারপর কেন্দ্রীয় সরকার টাকা ট্রান্সফার করবে ৷
প্রধানমন্ত্রী কিষান স্কিমে ৭৫ হাজার কোটি টাকার বাজেট আছে ৷ আর প্রত্যেক মানুষের কাছে টাকা পৌঁছে দিতে চাই ১৪.৪ কোটি মানুষের কাছে ৷ যদিও এখনও এই সংখ্যাটা ১০ কোটিতেও পৌঁছয়নি ৷ ১৭ মাস আগে শুরু হওয়া এই স্কিমে এখনও অবধি ৯.৬৫ কোটি মানুষ নাম লিখিয়েছেন ৷ এবার তাই পরিযায়ী শ্রমিকদের এই স্কিমের আওতায় আনা হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রী কিষান স্কিমে গ্রামে ফিরে পরিযায়ী শ্রমিকরা পাবেন ৬০০০ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement