#নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন ৷ লকডাউনের শেষ পর্বগুলিকে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ আর তারপর থেকেই দুই রাজ্য নিজেদের মধ্যে সহমত হলে ট্রেনে করে নিজেদের বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা ৷ এবার এই শ্রমিকরা নিজেদের গ্রামে ফিরলে প্রধানমন্ত্রীর কিষান স্কিমে ছয় হাজার টাকা করে পাবেন নিজেদের অ্যাকাউন্টে ৷
প্রধানমন্ত্রী কিষান স্কিমে পরিবারের সংজ্ঞা হল একজন স্বামী, একজন স্ত্রী ও তাঁদের ১৮ বছরের কম সন্তানেরা ৷ এছাড়াও কৃষিপত্রে যদি আর কারোর নাম থাকে তাহলে তাঁরাও বছরে ৬০০০ টাকা পাবেন ৷
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিম দেশের দশ কোটি মানুষের জন্য বিশেষ বড় সমর্থন ৷ এবার এই পরিযায়ী শ্রমিকরাও এই স্কিম থেকেই লাভবান হবেন৷ যাঁরা প্রাপ্তবয়স্ক তাঁদের নাম এই নথিভুক্ত করতে হবে ৷ এটা এগ্রিকালচারাল রেকর্ডে নথিভুক্ত করতে হবে ৷ কারোর নাম যদি ইতিমধ্যেই নথিবদ্ধ হয়ে থাকে তাহলে তাঁরা জয়েন্ট ফ্যামিলি বা সিঙ্গল ফ্যামিলি হিসেবে সুযোগ পাবেন ৷
ক্যাবিনেট অ্যাগ্রিকালচার স্টেট মন্ত্রী কৈলাশ চৌধরী জানিয়েছেন, যে পরিযায়ী শ্রমিকরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন ৷ তাই তাঁদের এই পরিবর্তিত অবস্থায় শ্রমিকদের নাম রেজিস্ট্রার করানো হবে৷ সরকার পুরো টাকা দেওয়ার জন্য তৈরি ৷ তাঁদের জমি থাকলেই তাঁদের আর কোথাও যেতে হবে না ৷ কৃষকদের জন্য বিশেষ কর্নারে গেলেই তাঁদের রেজিস্ট্রেশনে করা হবে ৷
প্রধানমন্ত্রী সম্মান নিধি স্কিমের নিয়ম
নিজের চাষের জমি, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, নিজের আধার নম্বর লাগবেই ৷ যে রাজ্যের তিনি বাসিন্দা তিনি প্রথমে সেই প্রশাসন সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখবে ৷ তারপর কেন্দ্রীয় সরকার টাকা ট্রান্সফার করবে ৷
প্রধানমন্ত্রী কিষান স্কিমে ৭৫ হাজার কোটি টাকার বাজেট আছে ৷ আর প্রত্যেক মানুষের কাছে টাকা পৌঁছে দিতে চাই ১৪.৪ কোটি মানুষের কাছে ৷ যদিও এখনও এই সংখ্যাটা ১০ কোটিতেও পৌঁছয়নি ৷ ১৭ মাস আগে শুরু হওয়া এই স্কিমে এখনও অবধি ৯.৬৫ কোটি মানুষ নাম লিখিয়েছেন ৷ এবার তাই পরিযায়ী শ্রমিকদের এই স্কিমের আওতায় আনা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant labourer, Migrant Worker, Narendra Modi, PM Kissan Scheme