IAF MIG 21 Aircraft Crashes in Rajasthan: রাজস্থানে ভারত- পাক সীমান্তের কাছে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধবিমান, নিহত পাইলট

Last Updated:

ভারত- পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামের মধ্যে বিমানটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, মাটিতে পড়ার আগেই বিমানটিতে আগুন ধরে গিয়েছিল (MIG 21 Aircraft Crashes in Rajasthan)৷

দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়৷
দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়৷
#জয়পুর: ফের দুর্ঘটনার মুখে পড়ল মিগ যুদ্ধবিমান৷ শুক্রবার রাতে প্রশিক্ষণের সময় রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়ে একটি মিগ-২১ যুদ্ধবিমান (MIG 21 Aircraft Crashes in Rajasthan)৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা পাইলট উইং কম্যান্ডার হর্ষিৎ সিনহা৷
জয়সলমেরের এসপি অজয় সিং জানিয়েছেন, সাম পুলিশ স্টেশনের অন্তর্গত ডেসার্ট ন্যাশনাল পার্কে যুদ্ধবিমানটি (MIG 21 Air Crash) ভেঙে পড়ে৷ বালির মধ্যে ভেঙে পড়ে বিমানটি৷ পরে ট্যুইট করে পাইলটের মৃত্যুর কথা জানায় ভারতীয় বায়ুসেনা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ভারত- পাক সীমান্তের কাছে সুদাসিরি গ্রামের মধ্যে বিমানটি ভেঙে পড়ে৷ দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, মাটিতে পড়ার আগেই বিমানটিতে আগুন ধরে গিয়েছিল৷ মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটি দাউ দাউ করে জ্বলে ওঠে৷
advertisement
শুক্রবার ভারতীয় বায়ুসেনার তরফে ট্যুইটারে জানানো হয়, 'গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে উইং কম্যান্ডার হর্ষিৎ সিনহা আজ বিমান নিয়ে ওড়ার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন৷' নিহত উইং কম্যান্ডারের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে৷
ভারতীয় বায়ুসেনার তরফে আরও একটি ট্যুইটে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও৷ রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রও উইং কম্যান্ডারের হর্ষিৎ সিনহার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ রাজস্থানের রাজ ভবনের তরফে ট্যুইট করে রাজ্যপালের শোকবার্তা জানানো হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
IAF MIG 21 Aircraft Crashes in Rajasthan: রাজস্থানে ভারত- পাক সীমান্তের কাছে ভেঙে পড়ল মিগ ২১ যুদ্ধবিমান, নিহত পাইলট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement