মিটু বিতর্কে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত, পদত্যাগ করছেন না আকবর
Last Updated:
#নয়াদিল্লি: মিটু বিতর্কে পদত্যাগ করছেন না আকবর এম জে আকবর ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে ইচ্ছেকৃতভাবে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, ‘কোনও প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে ৷ রাজনৈতিক প্রতিহিংসায় আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ৷ এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে ৷ যে অভিযোগই উঠুক না কেন, অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি ৷’ মিটু বিতর্কে প্রতিক্রিয়া এম জে আকবরের ৷
advertisement
আরও পড়ুন: #MeToo বিতর্কে ইস্তফা দিলেন এম জে আকবর
advertisement
বিদেশ সফর শেষে আজই দেশে ফিরেছেন আকবর ৷ এরপরই তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ এরপরই তাঁর পদত্যাগের বিষয়টি নিয়ে শুরু হয়েছিল জল্পনা ৷ যদিও সেই জল্পনার কথা অস্বীকার করলেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2018 4:56 PM IST