#MeToo বিতর্কে ইস্তফা দিলেন এম জে আকবর

Last Updated:
#নয়াদিল্লি: মিটু বিতর্কে দেশে ফিরেই ইস্তফা দিলেন এম জে আকবর ৷ বিদেশ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি ৷ ইমেলে পদত্যাগ করেন ৷ যদিও এখনও অবধি পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি আকবরের ৷ আর তা নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা ৷
নাইজেরিয়া থেকে আজই দেশে ফেরেন এম জে আকবর ৷ তারপরই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও সেই সময় তিনি বলেন, ‘পরে বিবৃতি দিয়ে জানাব ৷’ তবে, কোনও বিবৃতি দেওয়ার আগেই ইস্তফা দিলেন আকবর ৷ সম্ভবত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও সাক্ষাৎ করবেন আকবর ৷
একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় এম জে আকবর ৷ যার জেরে বেকায়দায় পড়েছে মোদি সরকার ৷ যদিও এখনও অবধি এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি কর্মীরা ৷
advertisement
advertisement
কয়েকদিন আগে ৪ অক্টোবর এক মহিলা সাংবাদিক আকবরের বিরুদ্ধে ট্যুইট করে ৷ এরপর একের পর এক বেশ কয়েকজন মহিলা সাংবাদিক, সাহিত্যিক এবং বিজ্ঞাপনদাতা এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ এরপরই বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস দলের নেতা নেত্রীরা ৷ যদিও আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগে যখন তোলপাড় দিল্লির রাজনীতি ৷ তখন মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগকারীর পক্ষে সওয়াল করেছেন ৷ স্মৃতি ইরানি বলেন, যারা অভিযোগ করেছেন ৷ তাদের লজ্জা হওয়ার কোনও কারণ নেই ৷ অভিযুক্তদের শাস্তি হবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#MeToo বিতর্কে ইস্তফা দিলেন এম জে আকবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement