ওলা চালক মুসলিম, ক্যাবের বুকিং বাতিল করলেন বিজেপি সদস্য

Last Updated:

ক্যাবের চালক মুসলমান ধর্মাবলম্বাী ৷ এই ‘অপরাধে’বুকিং করা ক্যাব বাতিল করলেন অভিষেক মিশ্র নামের বিশ্ব হিন্দু পারিষদের এক জনপ্রিয় সদস্য ৷ শুধু তাই নয়, সেই খবর ফলাও করে ট্যুইটও করলেন অভিষেক ৷

#নয়াদিল্লি: ক্যাবের চালক মুসলমান ধর্মাবলম্বাী ৷ এই ‘অপরাধে’বুকিং করা ক্যাব বাতিল করলেন অভিষেক মিশ্র নামের বিশ্ব হিন্দু পারিষদের এক জনপ্রিয় সদস্য ৷ শুধু তাই নয়, সেই খবর ফলাও করে ট্যুইটও করলেন অভিষেক ৷
বিশ্ব হিন্দু পারিষদ এবং বজরং দলের সক্রিয় সদস্য অভিষেক ৷ ট্যুইটারে তিনি ব্যপক জনপ্রিয় ৷ প্রায় ১৪ হাজার ফলোয়ার্স রয়েছে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ৷ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,সংস্কৃতিমন্ত্রী মনীশ শর্মার মতো হেভি ওয়েটরাও রয়েছেন তাঁর ফলোয়ার্স তালিকায় ৷
advertisement
advertisement
গত ২০ এপ্রিল একটি ওলা ক্যাব বুক করেছিলেন তিনি ৷ বুকিংয়ের কয়েক মুহূর্ত পর পর্দায় চালকের নাম ভেসে উঠতেই দেখা যায় ক্যাব চালক মুসলিম ৷ মাসুদ আসলাম নামের ওই চালক মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তৎক্ষণাৎ বুকিংটি বাতিল করে দেন অভিষেক ৷ স্ক্রিনশট তুলে সেটি পোস্টও করেন ট্যুইটারে ৷ সেখানেই ছবির ক্যাপশনে তিনি জানান, ‘জিহাদি’দের টাকা দেবেন না বলেই এ কাজ করেছেন তিনি ৷
advertisement
ola
পোস্টটির পরিপ্রেক্ষিতে অবশ্য মুখ খুলেছে ওলা ৷ তারা লিখেছে, ‘ওলা আমাদের দেশের মতোই ধর্মনিরপেক্ষ ৷ আমরা আমাদের চালক বা গ্রাহকদের ধর্ম, জাত বা লিঙ্গ দিয়ে বিচার করিনা ৷’
advertisement
ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন নেটিজেনরা ৷ কেউ ওলাকে পরামর্শ দিয়েছেন অভিষেককে নিষিদ্ধ করে দেওয়ার ৷ কেউ বা এ ধরণের মানসিকতার নিন্দা করেছেন ৷
তবে ছেড়ে দেওয়ার পাত্র নন অভিষেকও ৷ একটি ক্যাবের পিছনে সাঁটা হনুমানজির ছবি পোস্ট করে পাল্টা এক হাত নিয়েছেন নিন্দুকদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওলা চালক মুসলিম, ক্যাবের বুকিং বাতিল করলেন বিজেপি সদস্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement