Meghalaya Honeymoon Murder Update: অবশেষে উদ্ধার হল রাজা-সোনমের গয়না, শ্বশুরবাড়িতেই লুকনো ছিল সবকিছু! মেঘালয় কাণ্ডে বিরাট মোড়

Last Updated:

শুধু গয়না নয়, সোনমের সঙ্গে থাকা ল্যাপটপ এবং পেন ড্রাইভও উদ্ধার করেছে পুলিশ৷

সোনম এবং রাজা রঘুবংশী৷
সোনম এবং রাজা রঘুবংশী৷
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়৷ মেঘালয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় সোনম এবং রাজা যে গয়নাগুলি নিয়ে গিয়েছিলেন, সেই সমস্ত গয়না উদ্ধার করল পুলিশ৷ মধ্যপ্রদেশের রতলম থেকে গয়নাগুলি উদ্ধার করেছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল৷
শুধু গয়না নয়, সোনমের সঙ্গে থাকা ল্যাপটপ এবং পেন ড্রাইভও উদ্ধার করেছে পুলিশ৷ রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে জমি বাড়ি কেনাবেচায় যুক্ত ব্যবসায়ী সিলোম জেমসকে আগেই মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেছিল পুলিশ৷ সূত্রের খবর, ওই ব্যবসায়ীর শ্বশুরবাড়ি থেকেই সোনম রাজার গয়না সহ বাকি জিনিসগুলি উদ্ধার করা হয়েছে৷
রাজা রঘুবংশীকে খুন করেছিল যে তিনজন ভাড়াটে খুনি, তাদের মধ্যে অন্যতম বিশাল সিং চৌহানকে ইনদওরে একটি ফ্ল্যাট ভাডা়য় থাকার জন্য ঠিক করে দিয়েছিলেন এই সিলোম জেমস৷ মেঘালয়ে রাজাকে খুনের পর এই ফ্ল্যাটে এসেই লুকিয়ে ছিল বিশাল৷ ওই ফ্ল্যাটের মালিক লোকেন্দ্র তোমর এবং নিরাপত্তারক্ষী বলভীরকেও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, রতলমে সিলোম জেমসের শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু নগদও উদ্ধার করেছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ রাজা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কিছু প্রামাণ্য নথিও উদ্ধার করা হয়েছে৷ জেরার সময় সিলোম জেমসই পুলিশকে জানায় যে সোনম-রাজার গয়না সহ বাকি জিনিসগুলি তিনি নিজের শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছেন৷
জেরায় সোনমও স্বীকার করে নেয় যে মেঘালয়ে নিজের স্বামীর হত্যাকাণ্ডের পর ইনদওরে এসে বিশাল সিং চৌহানের ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটেই আত্মগোপন করে ছিল সে৷ ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত ওই ফ্ল্যাটে থাকার পর শেষ পর্যন্ত উত্তর প্রদেশের গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Honeymoon Murder Update: অবশেষে উদ্ধার হল রাজা-সোনমের গয়না, শ্বশুরবাড়িতেই লুকনো ছিল সবকিছু! মেঘালয় কাণ্ডে বিরাট মোড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement