Raja Raghuvanshi Murder Update: শুধু সোনম-রাজের প্রেম নয়, রাজা হত্যাকাণ্ডের কারণ আরও বড় কিছু? ইঙ্গিত মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর

Last Updated:

যে তিনজনকে মেঘালয় পুলিশ নতুন করে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছেন একজন ফ্ল্যাট মালিক, সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী এবং একজন বেসরকারি নিরাপত্তারক্ষী৷

মেঘালয়ে কাণ্ডে নতুন মোড়?
মেঘালয়ে কাণ্ডে নতুন মোড়?
শুধু রাজ কুশাওয়ার সঙ্গে সোনম রঘুবংশীর প্রেম নয়৷ মেঘালয়ে হনিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের পিছনে রয়েছে আরও বড় কোনও কারণ? এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টোন টিনসন৷ রাজ্য স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীও তিনি৷ সেই সূত্রেই টিনসন জানিয়েছেন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে৷ যেখান থেকে তদন্ত অন্য দিকেও মোড় নিতে পারে৷
এখনও পর্যন্ত রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ৮ জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ৷ প্রথম পর্যায়ে গ্রেফতার করা হয় রাজার স্ত্রী সোনম, তার প্রেমিক রাজ এবং তিন ভাড়াটে খুনিকে৷ কিন্তু শেষ ৭২ ঘণ্টার মধ্যে মেঘালয় পুলিশ রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশ থেকে আরও তিন জনকে গ্রেফতার করেছে৷ এর পরেই হত্যাকাণ্ডের পিছনে নিছক সোনম এবং রাজের প্রেম না কি আরও অন্য কোনও কারণ রয়েছে, সেই প্রশ্ন উঁকি দিয়েছে তদন্তকারীদের মনে৷
advertisement
যে তিনজনকে মেঘালয় পুলিশ নতুন করে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছেন একজন ফ্ল্যাট মালিক, সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী এবং একজন বেসরকারি নিরাপত্তারক্ষী৷ পুলিশ জানিয়েছে, রাজাকে খুনের পর মেঘালয় থেকে মধ্যপ্রদেশে এসে ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত একটি ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন সোনম৷ সেই ফ্ল্যাটের মালিককেও গ্বালিয়র থেকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ৷ ওই আবাসনের নিরাপত্তা রক্ষী এবং ফ্ল্যাট ভাড়া ঠিক করে দেওয়া ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে৷ এই তিনজনকেই ট্রানজিট রিমান্ডে শিলং নিয়ে আসা হচ্ছে৷ তাঁদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে মেঘালয় পুলিশ৷
advertisement
advertisement
যদিও লোকেন্দ্র সিং তোমার নামে ওই ফ্ল্যাট মালিকের দাবি, সোনম সহ এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কাউকেই তিনি চিনতেন না৷ তিনি শুধু ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন৷ সোনমের কাছে যে গয়নার বাক্সটি ছিল, সেটির বিষয়েও তিনি কিছু জানেন না বলে দাবি ওই ফ্ল্যাট মালিকের৷ এ ছাড়াও ওই ফ্ল্যাটটি যিনি সোনমদের ভাড়া ঠিক করে দিয়েছিলেন সেই সিলোম জেমস এবং ওই আবাসনের এক নিরাপত্তারক্ষীকেও পুলিশ গ্রেফতার করেছে৷ অভিযোগ, সোনমের কাছে থাকা গয়নার বাক্সটি সরিয়ে দিয়েছেন এই জুন৷
advertisement
মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী টিনসন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের কারণ কী, সেই সিদ্ধান্তে এখনও পুলিশ পৌঁছতে পারেনি৷ আমরা সবদিক খতিয়ে দেখছি৷ শুধুমাত্র সোনম এবং রাজের সম্পর্ক নয়, তার বাইরেও কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এখনই কিছু বলা সম্ভব নয়৷ তদন্ত শেষ হলেই সত্যি
টা বেরিয়ে আসবে৷ তবে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর দাবি, ধৃত এই তিনজনই রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: শুধু সোনম-রাজের প্রেম নয়, রাজা হত্যাকাণ্ডের কারণ আরও বড় কিছু? ইঙ্গিত মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement