Meerut Girl Murder: মেরঠে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মাথাকাটা মৃতদেহ উদ্ধার, সলওয়ারের পকেটের ফোন নম্বর! জানুন সেই হাড়হিম করা ঘটনা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Meerut Girl Murder: উত্তরপ্রদেশের মেরঠে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মাথাকাটা মরদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। সলওয়ারের পকেটে পাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশের হাতে উঠে এল প্রেমঘটিত সম্পর্ক এবং পারিবারিক জটিলতা, বিস্তারিত জানুন...
মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠ জেলার পরতাপুর থেকে এক নারকীয় হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। স্থানীয় রজবেহা খালে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর মাথাহীন মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশের দাবি, খুনি মেয়েটির গলা কেটে মাথা আলাদা করে নিয়ে গেছে এবং দেহটি ফেলে গেছে খালের ধারে। ঘটনাস্থলে পাওয়া গিয়েছে মেয়েটির সলওয়ারের পকেটে রাখা একটি কাগজের টুকরো, যেখানে লেখা ছিল একটি মোবাইল নম্বর।
advertisement
advertisement
এই নম্বরে ফোন করে পুলিশ জানতে পারে, এটি দৌরালা এলাকার নগলি সাদারন গ্রামের এক কিশোরের, যে মেয়েটির বন্ধু বলে নিজেকে পরিচয় দেয়। সে মৃতদেহের পরিচয় নিশ্চিত করে জানায়, এটি দৌরালার দাদরি গ্রামের বাসিন্দা আস্থা ওরফে তনিষ্কা (১৭)।
মৃতা আস্থার বাবা রমেশ কুমার সিআরপিএফ-এ কর্মরত এবং বর্তমানে ছত্তিশগড়ে পোস্টেড। বুধবার থেকে আস্থা নিখোঁজ ছিল, কিন্তু পরিবারের কেউ পুলিশে খবর দেয়নি। বৃহস্পতিবার সকালে মাথাকাটা মরদেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
ঘটনার পর পুলিশ আস্থার মা রাকেশ দেবী, দুই নাবালক ভাই, দুই মামা ও মামাতো ভাই মনজিত ওরফে মনুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সন্দেহ করছে, আস্থার এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং তার পরিবারের সদস্যরা তা মেনে নিতে না পেরে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
advertisement
মামাতো ভাই মনজিত জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে পুলিশ গঙ্গনহরে ছাত্রীর মাথা খুঁজে চলেছে এবং পুরো ঘটনার তদন্ত জোরকদমে চলছে। খুব শিগগিরই ঘটনার পর্দাফাঁস হবে বলে জানিয়েছে মেরঠ পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 8:01 PM IST