Tatkal Ticket Booking: ভারতীয় রেলে এবার নতুন নিয়ম! তৎকাল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন, 'এই' জিনিস না থাকলে মিলবে না কনফার্ম টিকিট...

Last Updated:
Tatkal Ticket Booking: তৎকাল টিকিট বুকিংয়ে বারবার ব্যর্থ হচ্ছেন? রেল নিয়ে এসেছে নতুন সমাধান। জাল আইডি ঠেকাতে এই উদ্যোগে প্রকৃত যাত্রীরা পাবেন কনফার্ম টিকিট, কমবে কালোবাজারিও, বিস্তারিত জানুন...
1/8
তৎকাল টিকিট বুকিং সংক্রান্ত দুর্নীতি বন্ধ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। হঠাৎ যাত্রার দরকার হলে বা পূর্ব পরিকল্পনা ছাড়াই রেল ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য চালু হওয়া এই তৎকাল পরিষেবায় দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারিদের দখল ছিল। কয়েক মিনিটেই সমস্ত সিট বুক হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না।
তৎকাল টিকিট বুকিং সংক্রান্ত দুর্নীতি বন্ধ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। হঠাৎ যাত্রার দরকার হলে বা পূর্ব পরিকল্পনা ছাড়াই রেল ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য চালু হওয়া এই তৎকাল পরিষেবায় দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারিদের দখল ছিল। কয়েক মিনিটেই সমস্ত সিট বুক হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না।
advertisement
2/8
এই পরিস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন, ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ে শিগগিরই ই-আধার অথেনটিকেশন চালু করতে চলেছে। আধারের মাধ্যমে পরিচয় যাচাইয়ের এই নতুন ব্যবস্থায় বট বা ভুয়ো আইডি দিয়ে টিকিট কাটা বন্ধ হবে।
এই পরিস্থিতিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক মাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছেন, ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ে শিগগিরই ই-আধার অথেনটিকেশন চালু করতে চলেছে। আধারের মাধ্যমে পরিচয় যাচাইয়ের এই নতুন ব্যবস্থায় বট বা ভুয়ো আইডি দিয়ে টিকিট কাটা বন্ধ হবে।
advertisement
3/8
মন্ত্রী জানান, এই আধার অথেনটিকেশন চালু হলে প্রকৃত যাত্রীরা টিকিট পেতে সুবিধা পাবেন। এতে ভুয়ো ইউজার আইডি, ফেক পিএনআর জেনারেশন ও কালোবাজারিদের ঠেকানো সম্ভব হবে।
মন্ত্রী জানান, এই আধার অথেনটিকেশন চালু হলে প্রকৃত যাত্রীরা টিকিট পেতে সুবিধা পাবেন। এতে ভুয়ো ইউজার আইডি, ফেক পিএনআর জেনারেশন ও কালোবাজারিদের ঠেকানো সম্ভব হবে।
advertisement
4/8
ভারতীয় রেলের দাবি, বহু অসাধু এজেন্ট প্রযুক্তির অপব্যবহার করে তৎকাল বুকিং শুরু হওয়ার মুহূর্তেই অগণিত পিএনআর নম্বর তৈরি করে ফেলেন। এতে সাধারণ যাত্রীরা কয়েক সেকেন্ডেই ওয়েটিং লিস্টে চলে যান। পরে সেই টিকিটই কালোবাজারি দরে বিক্রি হয়।
ভারতীয় রেলের দাবি, বহু অসাধু এজেন্ট প্রযুক্তির অপব্যবহার করে তৎকাল বুকিং শুরু হওয়ার মুহূর্তেই অগণিত পিএনআর নম্বর তৈরি করে ফেলেন। এতে সাধারণ যাত্রীরা কয়েক সেকেন্ডেই ওয়েটিং লিস্টে চলে যান। পরে সেই টিকিটই কালোবাজারি দরে বিক্রি হয়।
advertisement
5/8
লোকালসার্কেল নামে একটি সংস্থার সমীক্ষা বলছে, প্রায় ৭৩ শতাংশ যাত্রী জানান, বুকিং উইন্ডো খোলার এক মিনিটের মধ্যেই টিকিট ওয়েটিং-এ চলে যায়। ৩০ শতাংশ যাত্রী জানান, বাধ্য হয়ে তারা এজেন্টদের সাহায্য নেন।
লোকালসার্কেল নামে একটি সংস্থার সমীক্ষা বলছে, প্রায় ৭৩ শতাংশ যাত্রী জানান, বুকিং উইন্ডো খোলার এক মিনিটের মধ্যেই টিকিট ওয়েটিং-এ চলে যায়। ৩০ শতাংশ যাত্রী জানান, বাধ্য হয়ে তারা এজেন্টদের সাহায্য নেন।
advertisement
6/8
তৎকাল পরিষেবা কী? তৎকাল পরিষেবা হল ভারতীয় রেলের একটি বিশেষ টিকিট বুকিং সুবিধা, যা হঠাৎ ভ্রমণের প্রয়োজন পড়লে যাত্রীদের জন্য চালু করা হয়েছে। এই পরিষেবায় যাত্রার একদিন আগে টিকিট বুক করা যায়।
তৎকাল পরিষেবা কী? তৎকাল পরিষেবা হল ভারতীয় রেলের একটি বিশেষ টিকিট বুকিং সুবিধা, যা হঠাৎ ভ্রমণের প্রয়োজন পড়লে যাত্রীদের জন্য চালু করা হয়েছে। এই পরিষেবায় যাত্রার একদিন আগে টিকিট বুক করা যায়।
advertisement
7/8
তবে, তৎকাল পরিষেবার জন্য সংরক্ষিত আসন সংখ্যা সীমিত এবং এর জন্য সাধারণ টিকিটের তুলনায় অতিরিক্ত চার্জ দিতে হয়। এছাড়াও এর রিফান্ড এবং বুকিং সময়সীমা আলাদা।
তবে, তৎকাল পরিষেবার জন্য সংরক্ষিত আসন সংখ্যা সীমিত এবং এর জন্য সাধারণ টিকিটের তুলনায় অতিরিক্ত চার্জ দিতে হয়। এছাড়াও এর রিফান্ড এবং বুকিং সময়সীমা আলাদা।
advertisement
8/8
এই পরিবর্তনের ফলে রেলের তৎকাল বুকিং আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রকৃত যাত্রীদের জন্য উপযোগী হবে বলে আশা করছে রেল মন্ত্রক।
এই পরিবর্তনের ফলে রেলের তৎকাল বুকিং আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রকৃত যাত্রীদের জন্য উপযোগী হবে বলে আশা করছে রেল মন্ত্রক।
advertisement
advertisement
advertisement