ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷

#লখনউ: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনে বিজেপিকে সর্বেসর্বা হতে দিতে নারাজ বিরোধী দলগুলি ৷ পাশাপাশি, বিজেপির ক্রমাগত নিম্নমুখী গ্রাফ ফেডারেল ফ্রন্ট গঠনের বিষয়টিকে আরও জোরাল করছে ৷ ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে সপা-বিএসপি ৷ এই দুইয়ের জোটে উত্তরপ্রদেশের ফুলপুর এবং গোরক্ষপুরে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ তাই সপা-বিএসপি জোট ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও একসঙ্গে লড়বে ৷ মায়াবতীর এহেন জোটের সিদ্ধান্তের পরই বিজেপির তোপের মুখে পড়েছেন তিনি ৷
সপা-বিএসপি জোট নিয়ে বিজেপির অন্দরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুললেন মায়াবতী ৷ তিনি বলেন, জাতীয় স্বার্থেই সপার সঙ্গে জোটবদ্ধ হয়েছে বিএসপি ৷ কিন্তু দুটি দল কোনও ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জোটবদ্ধ যে হয়নি, সে কথা এদিন সাফ জানিয়ে দিয়েছেন মায়াবতী ৷ পাশাপাশি তিনি এও বলেন, দেশের উন্নয়েনের জন্য বিজেপিকে রুখতেই জোটবদ্ধতা ৷ এর পিছনে অন্য কোনও স্বার্থ নেই ৷
advertisement
advertisement
জিএসটি থেকে নোটবন্দি ৷ দেশের জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ৷ তাই দেশের উন্নতি থমকে গিয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে সমস্যা বেড়ে গিয়েছে ৷ সেই কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সরকারের পরিবর্তন আনার ডাক দিলেন মায়াবতী ৷ তাই দেশের বিরোধী শক্তিগুলি জোটবদ্ধ হওয়ার ডাক দিলেন মায়াবতী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যক্তিগত স্বার্থে নয়, বিজেপিকে রুখতেই সপা-বিএসপি জোট: মায়াবতী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement