বোমা বিস্ফোরণে পা খুইয়েও ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ আসনার

Last Updated:

দিনটা ছিল ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর ৷ নির্বাচনের লড়াইয়ে তখন কন্নর জুড়ে ব্যাপক উত্তেজনা ৷ ভয়ে বাড়ি থেকে বেরোতেন না স্থানীয় বাসিন্দারা ৷

#তিরুঅনন্তপুরম: দিনটা ছিল ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর ৷ নির্বাচনের লড়াইয়ে তখন কন্নর জুড়ে ব্যাপক উত্তেজনা ৷ ভয়ে বাড়ি থেকে বেরোতেন না স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু রাজনীতির এই ভয়াবহ ছবি সম্পর্কে অবগত ছিল না বছর পাঁচেকের আসনা ৷ আর রাজনীতির রোষে ডান পা খুইয়ে হাসপাতালে ভর্তি হয় সে ৷ কিন্তু শারিরীক প্রতিকূলতা তাকে রুখতে পারেনি ৷ অদম্য সাহস আর মানসিক শক্তিকে ভর করে আজ সে জীবনে প্রতিষ্ঠিত ৷ ছোটবেলার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার ৷ সেই স্বপ্নই আজ সফল হয়েছে আসনার ৷
কি হয়েছিল সেদিন ? ১৮ বছর আগের সেই স্মৃতি বলতে গিয়ে আবেগবিহ্বল আসনা ৷ তিনি বলেন, সেদিন ভাইয়ের সঙ্গে বাড়ির উঠোনে তখন খেলায় মগ্ন পাঁচ বছরের আসনা ৷ কিন্তু আচমকাই প্রবল বিস্ফোরণ ৷ কেঁপে উঠল গোটা এলাকা ৷ আর সেই বিস্ফোরণেই গুরুতর আহত হন আসনা ৷ ডানদিকের পা অপারেশন করে বাদ দেওয়া হয় তাঁর ৷
advertisement
advertisement
সেই ঘটনার পর বেশ কয়েকমাস হাসপাতালেই কেটেছে আসনার ৷ সেই সময়ই সে স্থির করেন যে, বড় হয়ে সে ডাক্তার হবে ৷ অবশেষে, কালিকট মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হল আসনা ৷ আজ সে জীবনে প্রতিষ্ঠিত ৷ নিজের ইচ্ছে পূরণে সফল হয়েছে সে ৷ কারণ সেই দুর্ঘটনা তার মনের ইচ্ছে দমিয়ে দিতে পারেনি ৷ প্রবল মনের জোরেই একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছে আসনা ৷ আজ সে ডাক্তার ৷
advertisement
নির্বাচনের লড়াইয়ে তখন রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ আরএসএস কর্মী সমর্থকদের সঙ্গে বামপন্থীদের লড়াই চরমে পৌঁছেছে ৷ নির্বাচনে বিঘ্ন ঘটাতে নির্বাচনী কেন্দ্র লক্ষ্য করে ক্রমাগত বোমা বর্ষণ ৷ সেদিন এমনই একটি ঘটনার সাক্ষী ছিল আসনা ৷ তিনি বলেন, তাদের বাড়ির সামনেই নির্বাচনের বুথ ছিল ৷ সেই বুথ লক্ষ্য করেই আরআরএসের কর্মীরা বোমা ছোঁড়ে ৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের বাড়িতে এসে পড়ে বোমাটি ৷
advertisement
উল্লেখ্য, ২০০০ সালের এই হামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় কেরল হাইকোর্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বোমা বিস্ফোরণে পা খুইয়েও ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ আসনার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement