আটক জইশ প্রধান মৌলানা মাসুদ আজহার !
Last Updated:
ভারতের চাপে জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আজহারকে আটক করল পাকিস্তান। সেখানকার সংবাদমাধ্যম এ খবর দিলেও পাক সরকার এখনও নীরব। ইসলামাবাদের দাবি, তারা জইশের একাধিক কার্যালয় বন্ধ করে দিয়েছে। ধরেছে তিন জন জইশ জঙ্গিকে। এ সবের প্রেক্ষিতে বিদেশ সচিব স্তরের বৈঠক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
#ইসলামাবাদ: ভারতের চাপে জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আজহারকে আটক করল পাকিস্তান। সেখানকার সংবাদমাধ্যম এই খবর দিলেও পাক সরকার এখনও নীরব। ইসলামাবাদের দাবি, তারা জইশের একাধিক কার্যালয় বন্ধ করে দিয়েছে। আটক করেছে তিন জন জইশ জঙ্গিকে। এ সবের প্রেক্ষিতে বিদেশ সচিব স্তরের বৈঠক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
ভারতের মোস্ট ওয়ান্টেড মৌলানা মাসুদ আজহার। সংসদ ভবন, মুম্বই থেকে পাঠানকোটে হামলার মূল চক্রী জইশ-ই-মহম্মদের মাথাকে আটক করেছে পাকিস্তান। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এ খবর জানালেও পাক সরকার এখনও এ খবরে সিলমোহর দেয়নি। দীর্ঘ ১৩ বছর ধরে নির্বিঘ্নে পাকিস্তানে বসে সন্ত্রাসের ছক কষে গিয়েছে মাসুদ। পাঠানকোট হামলার পর যখন ভারতের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম, তখন চাপের মুখে পাকিস্তানের এই পদক্ষেপ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ভারতের তথ্য পেয়েই জঙ্গি দমনে অবশেষে পাকিস্তান তৎপর হয়েছে। বুধবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফের উচ্চ পর্যায়ের বৈঠকের পরই জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনের কার্যালয় চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ পাশাপাশি পাঠানকোট তদন্তে ভারতের সঙ্গে আলোচনা করে পাঠানকোটে বিশেষ তদন্ত দলও পাঠাতে চেয়েছে পাকিস্তান । পাঠানকোট নিয়ে পাক তৎপরতা যে এখনই সম্পর্কের বরফ গলাতে পারছে না, তার প্রমাণ প্রতিরক্ষামন্ত্রীর সুরে সেনাপ্রধানের হুমকি। যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত, এ কথা বলে দিল্লির তরফে নতুন করে চাপ বাড়ালেন দলবীর সিং সুহাগ। কিন্তু প্রধানমন্ত্রীর লাহোর সফর যাতে ব্যর্থ হয়ে না যায়, তাই এখনই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিলের কথা বলছে না ভারত। অতীতের সিঁদুরে মেঘের কথা মাথায় রেখে আপাতত আলোচনা স্থগিত রাখার কথা ভাবছে বিদেশ মন্ত্রক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2016 6:41 PM IST